ক্রীড়া ডেস্ক

  ১২ জুলাই, ২০১৮

জয় উৎসর্গ করলেন পগবা

একদিকে চলছে ফুটবল বিশ্বকাপের আনন্দ, অন্যদিকে মৃত্যুর মুখে থাইল্যান্ডের কয়েকজন ফুটবলার। থাইল্যান্ডের গুহায় কিশোর ফুটবলারদের আটকে পড়ার ঘটনায় গত কয়েক দিন ধরে উৎকণ্ঠিত ছিল পুরো বিশ্বই। অবশেষে স্বস্তির খবর এসেছে, দুই সপ্তাহর বেশি সময় পর শ্বাসরুদ্ধকর এক অভিযানের মাধ্যমে গুহা থেকে মুক্তি মিলেছে আটকে পড়া ফুটবল দলটির। এতটা সময় গুহার ভেতরে কি ঝুঁকিতেই না ছিল খুদে ওই ফুটবলাররা, তবু তারা সাহস হারায়নি। উদ্ধার হওয়া কিশোরদের এই সাহসের প্রশংসাই ঝরে পড়ল ফ্রান্সের তারকা ফুটবলার পল পগবার কণ্ঠে। শুধু প্রশংসাই নয়, মঙ্গলবার রাতে বেলজিয়ামের বিপক্ষে সেমিফাইনালে পাওয়া ফ্রান্সের জয়টাকেও এই কিশোরদের উৎসর্গ করেছেন ম্যানইউ ফরোয়ার্ড। কাল ইনস্টাগ্রামে পগবা পোস্ট করেছেন গুহা থেকে উদ্ধার হওয়া ১২ কিশোরের ছবি। যেখানে তিনি লিখেছেন, ‘এই জয়টা উৎসর্গ করছি দিনের নায়কদের, অভিনন্দন ছেলেরা, তোমরা আসলেই অনেক শক্তিধর।’ প্রসঙ্গত, গত ২৩ জুন বৃষ্টির কবল থেকে বাঁচতে গিয়ে থাইল্যান্ডের থ্যাম লুয়াং নামক গুহায় আটকে পড়ে ১১ থেকে ১৭ বছর বয়সী ১২ জন কিশোর।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist