আলমগীর কবির

  ২৫ মার্চ, ২০২৩

লাল সবুজের প্রাণ পতাকা

মার্চে হলো লড়াই শুরু স্বাধীনতার লড়াই,

বাড়তে থাকে হানাদারের লোভ লালসা বড়াই।

বাড়তে থাকে শোষণ যত বাড়তে থাকে আগুন,

স্বদেশ কবে মুক্ত হবে হাসবে ফুলের ফাগুন?

উড়বে পাখি নীল আকাশে মুক্ত ডানা মেলে,

সেই আশাতে যুদ্ধে ছুটে ঘর পালানো ছেলে।

আঁধার শেষে ফুলের বনে ফুটল গোলাপ রাশি,

কান্না শেষে মায়ের মুখে কাঙ্ক্ষিত সেই হাসি।

ভাইটি আমার যুদ্ধে গিয়ে আর আসেনি ফিরে,

বিজয় ঘুড়ি উড়ছে এখন স্বপ্ন আকাশ ঘিরে।

ভাই হারানো স্মৃতি কি আর যেতে পারি ভুলে,

লাল সবুজের প্রাণ পতাকা ঊর্ধ্বে ধরি তুলে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close