reporterঅনলাইন ডেস্ক
  ২৬ এপ্রিল, ২০২৪

উপপরিচালক নিয়োগ দেবে শাবিপ্রবি 

ছবি : সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি), সিলেটের হিসাব দপ্তরে উপপরিচালক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের রেজিস্ট্রার অফিসে আবেদনপত্র পাঠাতে হবে।

পদের নাম: উপপরিচালক

পদসংখ্যা: ২

যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রার্থীর বাণিজ্যে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রিসহ কোনো বিশ্ববিদ্যালয়, সরকারি, আধা সরকারি অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সহকারী পরিচালক (অর্থ ও হিসাব), সহকারী পরিচালক (অডিট) অথবা সমমানের পদে (জাতীয় বেতন স্কেলের গ্রেড-৭) ন্যূনতম ৬ বছরের অভিজ্ঞতাসহ বিশ্ববিদ্যালয়, সরকারি, আধা সরকারি অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা পদে মোট ১০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স: সর্বোচ্চ ৪৫ বছর।

বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ (গ্রেড-৫)

যেভাবে আবেদন : আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরম অফিস চলাকালে রেজিস্ট্রার দপ্তর থেকে সরাসরি অথবা ১০ টাকা মূল্যের অব্যবহৃত ডাকটিকিটসহ নিজ ঠিকানাসংবলিত খাম পাঠিয়ে সংগ্রহ করা যাবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের https://www.sust.edu/ ওয়েবসাইট থেকেও ফরম ডাউনলোড করা যাবে। ফরম পূরণ করে পাসপোর্ট সাইজের চার কপি সত্যায়িত ছবি, সব সনদ/প্রশংসাপত্রের সত্যায়িত কপি আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে। মোট ৮ সেট আবেদনপত্র রেজিস্ট্রার অফিসে পাঠাতে হবে।

আবেদন ফি : রেজিস্ট্রারের অনুকূলে সিলেট শহরের যেকোনো তফসিলি ব্যাংকের শাখার ওপর ৬০০ টাকার এমআইসিআর ব্যাংক ড্রাফট অথবা সমমূল্যের পে-অর্ডার (পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয়) করে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনের শেষ সময়: ২৮ এপ্রিল, ২০২৪।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শাবিপ্রবি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close