শচীন্দ্র নাথ গাইন
১৮ মার্চ, ২০২৩
মহান নেতার জন্মদিনে

ছন্দতোলা হাজার পাখির
সুরের জাদু গানে
প্রজাপতির আনাগোনা
দৃষ্টি শুধুই টানে।
দিনের সুরুজ উঁকি দিয়ে
আপন মনে হাসে
রবির আলো জড়িয়ে গায়ে
তাকায় সবুজ ঘাসে।
বাতাস এসে চুপিচুপি
দোল দিয়ে যায় প্রাণে
ফুল সুরভি মাতিয়ে রাখে
মিষ্টি মধুর ঘ্রাণে।
নীলচে আকাশ রং ছড়িয়ে
নিটোল ছবি আঁকে
চাঁদণ্ডতারাতে লুকোচুরি
খেলে মেঘের ফাঁকে।
প্রিয় নেতার জন্মদিনে
খুশি সবার মাঝে
তার স্মৃতি সব সাজিয়ে রাখা
বুকের গহিন ভাঁজে।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন