ননী গোপাল চন্দ্র দাশ

  ০৪ ফেব্রুয়ারি, ২০২৩

রাগী বাঘ

এক যে ছিল বাঘ

ভীষণ ছিল রাগ।

দেখলে তাকে বলত বাঁদর

ভাগরে সবাই ভাগ।

যায় না কারো দেখা,

বাঘের ভীষণ দুঃখ হলো

বাঘটা ছিল একা।

ভাবল তখন করবে না রাগ

থাকবে হাসিখুশি,

বলল বাঘে ভয় পেয়ো না

মারব না আর ঘুসি।

এমন কথা সবাই শুনে

বাজল খুশির বিন,

কান টেনে দেয় বাঁদরগুলো

নাক টানে হরিণ।

হাতি সুড়ে পেঁচিয়ে নেয়

আনন্দে গান করে,

গান শুনে কান গেল ফেটে

ভীষণ মাথা ধরে।

ল্যাজ ধরে টান দিতেই বাঘে

অমনি গেল পড়ে,

উঠল কোমর কটাস করে

ওমা! গেলাম মরে।

বিরক্তিতে বাঘটা তাই

হঠাৎ গেল রেগে,

‘হালুম’ শুনে যে যার মতো

অমনি গেল ভেগে।

বলল বাঘে এমন করলে

ক্যামনে বলো বাঁচি?

তারচে আমি একা একাই

অনেক ভালো আছি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close