শাহিন স্বপন

  ২৩ জানুয়ারি, ২০২১

খোকার চাদর

কোথায় গেল শীতের চাদর

নাই তো কারো জানা!

বলল মায়ে ‘খোকনসোনা,

কোথায় চাদরখানা’

খোকন বলে মায়ের কাছে

‘কাল বিকালে দেখি

শীতের জাড়ে পাগল কাঁপে

চলছে দেশে এ কী!

সহ্য না হয় এমন শীতে

ওদের করুণদশা!

ওদের মতো হাজার পাগল

আমার দেশে বসা।

হাড় কাঁপুনি এমন শীতে

নাই তো ওদের কাঁথা

তাই দিয়েছি শীতের চাদর

একই সুতেয় গাঁথা।’

দিই যদি ফের এমনভাবে

আমরা সবাই মিলে,

থাকবে না কেউ বস্ত্রহীনে

শীতের কাপড় দিলে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close