reporterঅনলাইন ডেস্ক
  ২৬ সেপ্টেম্বর, ২০২০

রংধনু

শরিফ হাসানাত

নীল আকাশে উঠল ভেসে রংধনুটা বেঁকে,

এমন করে রং মাখিয়ে কে দিয়েছে এঁকে?

শেষ বিকালে দূর আকাশে সপ্তরঙের মেলা,

খোকন সোনা দৌড়ে ছোটে ফেলে সব খেলা।

ইচ্ছে খোকার ছুঁয়ে দেখার রংধনু সাত রং,

ভেংচি কেটে বোনটি বলে আহা কি যে ঢং?

রংধনুর সেই ঝলমলে রং দূরে থেকেই দেখো,

ছুঁয়ে দেখার স্বপ্নগুলো মনে পুষেই রেখো।

খোকা বলে বল তো দেখি রংধনু ক্যান ওঠে?

আকাশপাড়ায় রং-বেরঙের হাসি কেন ফুটে?

এ কি খোকা! তুই কি বোকা জানিস না এর ভেদ?

বলছি তবে, আমার কথায় খুঁজবি না তো ছেদ?

হাওয়ার ভাঁজে বৃষ্টি কনায় সূর্য কিরণ লেগে,

সূর্যমামার সাতটি রংই ওঠে তখন জেগে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close