মাহমুদুল হাসান খোকন

  ২১ সেপ্টেম্বর, ২০১৯

শরতের দেশ

আসল দেশে শরৎ হেসে

সোনার প্রিয় বঙ্গে,

আঁকছে কবি সকল ছবি

শরতের সব রঙে।

দেখবে কারা নজরকাড়া

কাশবনে সে ছন্দ,

মনের মতো ভুলবে ক্ষত

দূর হবে সব দ্বন্দ্ব।

সুবাস পাবে যেথায় যাবে

নানা ফুলের গন্ধ,

শরৎকালে গাছের ডালে

ভালোবাসার খন্দ।

সকাল সাঝে শরৎ সাজে

দূর করে দেয় মন্দ,

সবাই আঁকে ছড়ায় রাখে

কাশফুলেরই ছন্দ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close