আলী এরশাদ

  ১৫ জুন, ২০১৯

মেঘ দাও পানি দাও

কাঠফাটা রোদে আহা! প্রাণ বুঝি যায় যায়,

আগুনটা জ্বেলে দিল কেউ যেন সারা গায়।

এত কেন রেগে আছে গ্রীষ্মের দিবাকর,

পুড়ে ছাই করে দিবে যেন এই চরাচর!

বৃক্ষের পাতাগুলো হয়ে আছে নিশ্চুপ,

জল দেখে মন চায় দেই তাতে এক ডুব।

বৃষ্টিকে ডাকি আয়, প্রাণটা শীতল কর,

সাথে করে নিয়ে আয় সামান্য আমঝড়।

অনেকেই স্নান করে দিনে তিন, চারবার

পানি আর শরবতে করে দেয় দিন পার।

শহরের বস্তিতে করে যারা বসবাস,

গরমেতে সারাক্ষণ করে শুধু হাঁসফাঁস।

তৃষ্ণায় ছাতি ফাটে মাঠে গিয়ে কৃষকের

আকাশের দিকে চেয়ে গান গায় কষ্টের।

মেঘ দাও পানি দাও ওহে খোদা দয়াময়

অসহ্য এ গরম সইবার মতো নয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close