সিত্তুল মুনা সিদ্দিকা

  ০৮ জুন, ২০১৯

ভাঙন খেলা

দৈবাৎ যদি ঝড় ওঠে,

সৌম্য জীবন পরে,

মনকে তখন বেঁধে রাখি,

খুব শক্ত করে।

চারিদিকে সরব সবাই,

দেখবে নয়ন ভরে,

যাপিত জীবনে কঠিন সময়,

ডাকবে ক্ষীণ স্বরে।

পাশে রয়ে সবাই মিলে,

ভরসা দেবে বটে,

সান্ত¡না তো মিছে বুলি,

ব্যথিত হৃদয় তটে।

কত মেকি ভাষায় শুনি,

আস্থাহারা ঠোঁটে।

এমন সময় নীরব থাকি,

ভাগ্যে যাই জোটে।

পিছন দিকে যায় না সময়,

ফেরার উপায় নাই,

মায়ের মতো আস্থাটাকে,

কোথায় খুঁজে পাই?

আকাল সময় নিরোধ ক্ষণে,

ধৈর্য রাখা চাই,

যোগ-বিয়োগের ভাঙন খেলা,

আজীবনই তাই...!

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close