মিনহাজ উদ্দীন শরীফ

  ২৭ এপ্রিল, ২০১৯

পঞ্চতন্ত্রের মন্ত্র

ঘোড়া নাচে বানর নাচে সিংহ রাজা বলে;

বনের সকল পশুপাখি রাজুর কথায় চলে।

এদের মধ্যে শিয়ালপন্ডিত একটু বুদ্ধিমান;

সবাইকে আনন্দে রাখে কোকিল গেয়ে গান।

কুমির থাকে জলে-স্থলে দিবানিশি ভর;

জলের নিচে কুমির থাকে বেঁধে একটা ঘর।

পায়রা থাকে কাঁঠালগাছে ছানা দুটো নিয়ে;

টিয়ের সাথে ময়নার হলো বনের মধ্যে বিয়ে।

নদীর পাড়ে রাজুর কথায় নিত্য বসে আসর,

হরিণছানার মা নেই বলে সবাই করে আদর।

মিটিং করে বললো রাজু সবাই করো কাজ;

কাজের শেষে আমরা সবে করবো বনে রাজ।

বকের কাজটা দিলো সিংহ বৃষ্টির খবর রাখতে;

শিয়াল পেলো সহজ কাজটা সবার ছবি আঁকতে।

ময়ূরের একটা কাজ; নাচ দেখাতো সারাবেলা;

সবাই বলে বানর যেনো দেখায় নিজের খেলা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close