আলমগীর কবির

  ২৩ মার্চ, ২০১৯

লাল সবুজের নিশানে

স্বাধীনতার আলোর সকাল

তখন অনেকদূর ছিল মা,

পাখির গানে মন মাতানো

মিষ্টি কোনো সুর ছিল না!

লোভ লালসায় পড়ে তোরা

যতই মিথ্যে যুক্তি দে না,

রাজাকারের গলবে হৃদয়

ডরে না তো মুক্তিসেনা!

বাংলাদেশের মাঠ প্রান্তর

মেঘনা তিতাস সাক্ষী,

বাধা পেয়ে নদী কভু

উল্টো ঘুরে বাঁক কী?

এই জনপদ দেখেছিল

স্বাধীনতার ডাক কী!

স্বাধীনতার সেই সে ডাকে

কী ছিল কী ছিল না,

দেশমাতাকে মুক্তিসেনা

বন্দি হতে দিল না!

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close