জীবনযাপন ডেস্ক

  ১৬ মার্চ, ২০২৪

মুখে রোদে পোড়া দাগ দূর করতে

গরমের এখন কোথায় কী! তাতেই মুখের বেহালদশা। সানস্ক্রিন মাখলেই দরদর করে ঘাম হয়। তাই মুখে সরাসরি রোদ না লাগলে সানস্ক্রিন মাখেন না। ফলে যা হওয়ার তা-ই হচ্ছে। রোদে ভাজা ভাজা না হলেও ‘ট্যান’ কিন্তু পড়ছে। একবার ট্যান পড়ে গেলে তা চট করে উঠতে চায় না। তাই গোসলের আগে সেসব ঘরোয়া মিশ্রণ নিয়মিত মাখতে পারলে ত্বক থেকে রোদে পোড়া দাগ উধাও হতে পারে। জেনে নিন প্রয়োজনীয় টিপস-

বেসন ও হলুদ

বেসন ত্বকের খুব ভালো স্ক্রাবার। হলুদ ত্বকের ঔজ্জ্বল্য বৃদ্ধি করে। দুই টেবিল চামচ বেসনের সঙ্গে এক চিমটে হলুদ, এক টেবিল চামচ দুধ ও এক টেবিল চামচ কমলালেবুর শুকনো খোসা গুঁড়ো করে গোলাপজলে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। এই মিশ্রণটি ত্বকে লাগানোর আগে মুখ ভালো করে পরিষ্কার করে নিন। স্বচ্ছ ত্বকে এই মিশ্রণটি লাগিয়ে ২০ মিনিট রেখে দিন। মুখে হালকা জলের ছিটে দিয়ে ধীরে ধীরে ঘড়ির কাঁটার দিকে ও তার উল্টো দিকে মালিশ করতে থাকুন। সপ্তাহে দুদিন অন্তর এই প্যাকটি ব্যবহার করতে পারেন। ভালো ফল

পাবেন।

পেঁপে ও মধু

পেঁপে ত্বকের পোড়া ভাব দূর করার জন্য খুবই উপকার। অন্যদিকে, মধু ত্বক কোমল ও মসৃণ করতে সাহায্য করে। আধকাপ পাকা পেঁপে চটকে নিয়ে এক টেবিল চামচ মধু মেশান। মিশ্রণটি ত্বকে লাগিয়ে ৩০ মিনিট রেখে ঠাণ্ডা জলে মুখ ধুয়ে ফেলুন।

শশা, গোলাপজল ও লেবুর রস

শশা ও লেবু, দুটিই ত্বক ব্লিচ করার জন্য ভালো। ভিটামিন ‘সি’ ত্বক উজ্জ্বল করে। এক টেবিল চামচ শশার রস, এক টেবিল চামচ লেবুর রস, ও এক টেবিল চামচ গোলাপজল একসঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটি তুলো দিয়ে সারা মুখে লাগান। ১০ মিনিট রেখে ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন। যখনই রোদে বেরোবেন, বাড়ি ফিরে এই প্যাকটি মাখতে পারেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close