জীবনযাপন ডেস্ক

  ০৯ মার্চ, ২০২৪

ঠোঁটের কালচে দাগ দূর করবেন যেভাবে

গোলাপি মসৃণ ঠোঁট সবাই চান। তবে নিয়মিত সিগারেট খাওয়ার কারণে অনেকেরই ঠোঁটের কোণে দেখা দেয় কালচে দাগ। কারো বা কালো ছোপ তৈরি হয় ঠোঁটের ঠিক নিচের অংশে। হালকা রঙের লিপস্টিক পড়লে সেই দাগ যেন প্রকট হয়ে ওঠে। শুধু মেয়েরাই নন, পুরুষদেরও একই সমস্যায় ভুগতে হয়। ঠোঁটের দাগ থেকে মুক্তি কি আদৌ সম্ভব? মেকআপ দিয়ে না ঢেকেও ঠোঁটের কালচে ছোপ দূর করা যায়, কীভাবে করবেন, এবার তা জেনে নিন-

১. বাড়িতে পাতিলেবু কোনো না কোনোভাবে আসেই। দুটি টুকরো নিজের জন্য আলাদা করে কেটে রেখে দিন। সকাল ও সন্ধ্যায় দুবার সেই লেবু ভালোভাবে ঠোঁটে ঘষুন।

২. এই মুশকিলে কাজে আসে মধুও। এক চা চামচ মধুতে খানিকটা চিনি মিশিয়ে নিন। তারপর সেই মিশ্রণ ভালোভাবে তা ঠোঁটে লাগান। ঘণ্টাখানেক রেখে ঠোঁট ধুয়ে ফেলুন।

৩. ত্বকের যত্নে হলুদের মতো কাজের জিনিস কমই হয়। এক চামচ হলুদের সঙ্গে এক চামচ দুধ মিশিয়ে নিন। সেই মিশ্রণটি ভালোভাবে ঠোঁটে লাগান। কিছুক্ষণ রেখে ধুয়ে নিন।

৪. রোজ রাতে ঘুমানোর আগে ঠোঁটে ভালোভাবে অ্যালোভেরা জেল লাগিয়ে নেওয়া যায়। সারারাত তা সেভাবেই রেখে দিতে হবে।

৫. এমন ক্ষেত্রে নারকেল তেলেরও গুণ কিছু কম নয়। নিয়মিত নারকেল তেল ব্যবহার করলে কালচে দাগ গায়েব হবে কিছুদিনেই।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close