প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৪ এপ্রিল, ২০২১

তাইওয়ানের আকাশে চীনের বোমারু বিমান

তাইওয়ানের আকাশসীমায় রেকর্ডসংখ্যক চীনা সামরিক বিমান অনুপ্রবেশ করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে গতকাল মঙ্গলবার এ খবর ছেপেছে বিবিসি। খবরে বলা হয়েছে, গত সোমবার যুদ্ধ ও পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম বোমারু বিমানসহ ২৫টি বিমান তাদের তথাকথিত বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে (এডিআইজেড) প্রবেশ করে। তাইওয়ানের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপকে ‘চীনের আগ্রাসন’ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র সতর্ক করার পর এমন ঘটনা ঘটল। বেইজিং তাইওয়ানকে একটি বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে বিবেচনা করে। তবে গণতান্ত্রিক তাইওয়ান নিজেকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে দাবি করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close