নিজস্ব প্রতিবেদক

  ১৮ ফেব্রুয়ারি, ২০১৭

শর্তসাপেক্ষে ধর্মঘট স্থগিতের ঘোষণা : মাংস ব্যবসায়ীদের অভিযোগ

প্রতি গরুতে চাঁদা দিতে হয় ৩০ হাজার টাকা!

কিছু শর্তে আগামী রোববার থেকে ধর্মঘট স্থগিতের ঘোষণা দিয়েছে মাংস ব্যবসায়ী সমিতি। গাবতলী গরুর হাটের বাড়তি ইজারা বন্ধ করা, হুন্ডি ব্যবসায়ীদের বিচার, পশুর চামড়ার ন্যায্য দামসহ তাদের কয়েকটি দাবি মেনে নিলে তারা প্রতি কেজি মাংস ৩০০ টাকায় বিক্রি করতে পারবেন বলেও জানিয়েছেন। তারা অভিযোগ করেন, ভারত থেকে ঢাকায় গরু নিয়ে আসতে গরু প্রতি ২০-৩০ হাজার টাকা চাঁদা দিতে হচ্ছে। তাই বাজারে মাংসের দাম প্রতিনিয়তই বাড়ছে।

গতকাল শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে মানববন্ধনের পর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ধর্মঘটী মাংস ব্যবসায়ীরা। বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি ও ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতি যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। বক্তারা বলেন, ভারত থেকে গরু নিয়ে আসতে বর্ডার এলাকা থেকে শুরু করে ঢাকা পর্যন্ত গরু প্রতি ২০ থেকে ৩০ হাজার টাকা বিভিন্ন রংবাজ, চাঁদাবাজ, সিটি করপোরেশনের বিভিন্ন দুর্নীতিবাজ কর্মকর্তাদের পকেটে যাচ্ছে। যদি এসব চাঁদাবাজি বন্ধ করা যায় তাহলে বাজারে গরুর মাংস কেজি প্রতি ৩শ’ টাকার বেশি হবে না। সংবাদ সম্মেলনে গাবতলী গরুর হাটের ইজারা বাতিল, হুন্ডি ব্যবসায়ী ‘কাইল্যা, মইজ্যা’কে আইনের আওতায় আনা, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও স্বাস্থ্য কর্মকর্তাকে জবাবদিহিতার আওতায় আনা, দ্রুত সময়ের মধ্যে হাজারীবাগ ট্যানারি স্থানান্তর করা, বৈধভাবে ভারত, ভুটান, নেপাল, মিয়ানমার থেকে গরু আমদানি করাসহ মোট ১২টি দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে ধর্মঘট প্রত্যাহারসহ এসব বিষয়ে কথা বলেন সমিতির মহাসচিব রবিউল আলম। তিনি বলেন, চারদফা দাবিতে গত ১৩ ফেব্রুয়ারি থেকে এক সপ্তাহের ধর্মঘট শুরু করেন মাংস ব্যবসায়ীরা। এরই মধ্যে তারা তাদের দাবির পক্ষে সরকার, গণমাধ্যমসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। রবিউল আলম বলেন, ‘আমাদের ছয় দিনের ঘোষিত ধর্মঘট শনিবার (আজ) পুরো হবে। তারপর দিন থেকে আমরা সেটা স্থগিত করলাম। রোববার বেলা ১১টায় বাণিজ্যমন্ত্রী আমাদের ডেকেছেন সেখানে আমরা কথা বলব। সেদিনই বেলা ২টার সময় উত্তর সিটি করপোরেশন আমাদের ডেকেছেন। রোববারের পরে যদি ফলপ্রসূ আলোচনা না হয়, গাবতলী গরুর হাটের ইজারা যদি বাতিল না হয়, তাহলে সবার মাধ্যমে সিদ্ধান্ত হবে আবার কবে থেকে আমরা সারা বাংলাদেশের মাংসের ব্যবসা বন্ধ করে দেব।’

এক সপ্তাহের ধর্মঘটের পেছনে তাদের যুক্তিও তুলে ধরেন মাংস ব্যবসায়ীরা। মহাসচিব বলেন, ঢাকা সিটি করপোরেশনে ৬০০ দরখাস্ত জমা আছে। একটি দরখাস্তও বিবেচনা করা হয় নাই। মাংস ব্যবসায়ীরা বলেন, তাদের সাথে আলোচনা করে সরকার সঠিক ব্যবস্থা নিলে তারা ৩০০ টাকা কেজি দরেও গরুর মাংস বিক্রি করতে পারবেন। এজন্য দাবি বাস্তবায়নের পাশাপাশি সবার সহযোগিতা দরকার।

ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ মো. আব্দুল বারেকের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মোর্তুজা মন্টু, মহাসচিব রবিউল ইসলাম, ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শামীম আহমেদ প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist