কুমিল্লা প্রতিনিধি

  ১৬ মার্চ, ২০২৪

কুমিল্লায় সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ৪

কুমিল্লা নগরের শাসনগাছা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে জামিল হাসান অর্ণব (২৭) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরো চারজন। গতকাল শুক্রবার দুপুরে শাসনগাছার মধ্যমপাড়ার আবুল কাশেম গং, একই এলাকার মোল্লা বাড়ির রাব্বি ও সাক্কু গংদের মধ্যে এ ঘটনা ঘটে।

নিহত জামিল হাসান অর্ণব শাসনগাছা মধ্যমপাড়ার আজহার মিয়া ছেলে। তিনি কুমিল্লা নগরের শাসনগাছা বাস টার্মিনালে সততা বাস সার্ভিসের ম্যানেজার ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি শাখার শিক্ষার্থী ছিলেন। গুলিবিদ্ধ হয়ে আহতরা হলেন- একই এলাকার নিশাদ, নাজমুল, অনিক ও মোহন।

কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি ফরিদ উদ্দিন শিমলু বলেন, অর্ণব আমাদের কর্মী, অর্ণব সাংগঠনিকভাবে দুর্বল থাকায় তাকে হত্যা করা হয়েছে।

স্থায়ী সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজের পর নগরের শাসনগাছা বাস টার্মিনালে সততা বাস সার্ভিস কর্মরত অবস্থায় অর্ণবকে একই এলাকার ছাত্রলীগের রাব্বি ও সাক্কু এসে প্রকাশ্যে গুলি করে। এ খবর ছড়িয়ে পড়লে একই এলাকার দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এরপর স্থানীয়রা আহতদের রক্তাক্ত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অর্ণব মারা যায়। বাকিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় পাঠানো হয়। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close