নিজস্ব প্রতিবেদক

  ২৩ নভেম্বর, ২০২১

আরো ২ জনের মৃত্যু, শনাক্ত ২৬৪

দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা কমলেও বেড়েছে শনাক্ত। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় (গতকাল রবিবার সকাল ৮টা থেকে গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত) এ ভাইরাসে আরো দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নমুনা পরীক্ষায় নতুন ২৬৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১ দশমিক ৪২ শতাংশ।

গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর সই করা করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। এর আগে রবিবার করোনায় সাতজন মারা গিয়েছিলেন। গত ২৪ ঘণ্টায় মৃত দুজনই নারী। তারা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৫৫ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি ৮৩৬টি ল্যাবরেটরিতে ১৮ হাজার ৬৯৭টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে নমুনা পরীক্ষা করা হয় ১৮ হাজার ৬১৪ জনের। এ নিয়ে নমুনা পরীক্ষার সংখ্যা বেড়ে দাঁড়ায় ১ কোটি ৭ লাখ ৪২ হাজার ৪১১ জন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close