নিজস্ব প্রতিবেদক

  ০১ মার্চ, ২০২১

আ.লীগের একচেটিয়া জয়

গতকাল রবিবার সারা দেশে ২৯টি পৌরসভায় সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ হয়। এই ধাপে সব পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হয়। ভোটগ্রহণ শেষে প্রাপ্ত ফল থেকে জানা যায়, এ ধাপেও নিরঙ্কুশ জয় পেয়েছেন নৌকা মার্কায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। এরই মধ্যে ১৮টি পৌরসভা ও একটি ইউপির ফল পাওয়া গেছে। ১৯টির মধ্যে একটি স্বতন্ত্র বাদে বাকি সব কটিতে আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। জয়ী প্রার্থীরা হলেনÑ

হবিগঞ্জ : হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আতাউর রহমান সেলিম জয়ী হয়েছেন। ১৩ হাজার ৪৪৩ ভোট পেয়ে তিনি বেসরকারিভাবে নির্বাচিত হন। সেলিমের নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মিজানুর রহমান মিজান পেয়েছেন ১০ হাজার ৭৯০ ভোট।

ভোলা : ভোলা পৌরসভায় নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মো. মনিরুজ্জামান নৌকা প্রতীকে ১৬ হাজার ৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী হারুন অর রশিদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৩৪ ভোট।

চরফ্যাশন : চরফ্যাশন পৌরসভায় নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মো. মোরশেদ নৌকা প্রতীকে ১৪ হাজার ৯১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ হুমায়ুন কবির ধানের শীষ প্রতীকে ৭৪৬ ভোট পেয়েছেন।

কালীগঞ্জ : কালীগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগ দলীয় প্রার্থী আশরাফুল আলম আশরাফ পেয়েছেন ১৯ হাজার ৩২৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি দলীয় ধানের শীষের আলহাজ মাহবুবর রহমান ৩ হাজার ৭৪ ভোট পেয়েছেন।

মহেশপুর : মহেশপুর পৌরসভায় আওয়ামী লীগ দলীয় প্রার্থী ও বর্তমান মেয়র আবদুর রশিদ খাঁন বিজয়ী হয়েছেন। নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ১৩ হাজার ৫৯৮। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের আমিরুল ইসলাম খাঁন চুন্নু পেয়েছেন ১ হাজার ৫৫ ভোট।

ডামুড্যা : শরীয়তপুরের ডামুড্যা পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রাজা ছৈয়াল জগ প্রতীকে ৫ হাজার ৮৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত কামাল উদ্দিন আহমদ নৌকা প্রতীকে পেয়েছেন ২ হাজার ৩৭৩ ভোট, বিএনপি মনোনীত নাজমুল হক সবুজ মিয়া ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪৪০ ভোট।

নান্দাইল : ময়মনসিংহের নান্দাইল পৌরসভার নির্বাচনে টানা দ্বিতীয়বার মেয়র হয়েছেন নৌকা মনোনীত মেয়র প্রার্থী রফিক উদ্দিন ভূঁইয়া। তিনি পেয়েছেন ১০ হাজার ৫৭ ভোট। অপরদিকে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি মনোনীত এ এফ এম আজিজুল ইসলাম পিকুল পেয়েছেন ৬ হাজার ৭৪৯ ভোট।

সিংগাইর : মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আবু নাঈম বাশার বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ১৪ হাজার ৩২২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট খোরশেদ আলম ভূঁইয়া জয় পেয়েছেন ১ হাজার ৭১৯ ভোট।

সেনবাগ : নোয়াখালীর সেনবাগে উপনির্বাচনে ১৫ ভোট বেশি পেয়ে ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলেক হোসেন। মোহাম্মদ আলেক হোসেন ফুটবল প্রতীক নিয়ে ৫৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. কামাল উদ্দিন ৫৪৪ ভোট পেয়েছেন।

কেশবপুর : কেশবপুর পৌরসভা নির্বাচনে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হলেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী রফিকুল ইসলাম মোড়ল। নৌকা প্রতীকের রফিকুল ইসলাম পেয়েছেন ১১ হাজার ৮৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের আবদুস সামাদ বিশ্বাস ২ হাজার ৩১৩ ভোট পেয়েছেন।

দুর্গাপুর : রাজশাহী দুর্গাপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী তোফাজ্জল হোসেন বেসরকারিভাবে আবারও মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন ৮ হাজার ৮০৮টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের জার্জিস হোসেন সোহেল পেয়েছেন ৬ হাজার ৪০১ ভোট।

সৈয়দপুর : নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের রাফিকা আকতার জাহান বেবী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ২৮ হাজার ২৭৮। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আলহাজ মো. রশিদুল হক সরকার।

জয়পুরহাট : জয়পুরহাট পৌরসভা নির্বাচনে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক। ২৪ হাজার ৪৯০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তিনি।

নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভায় আবারও মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী আবদুর রশিদ খাঁন ঝালু। তিনি পেয়েছেন ৪ হাজার ৫১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী রেজাউল করিম বাবু চামচ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৮৯২ ভোট।

মাদারীপুর : মাদারীপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লী?গের খা?লিদ হো?সেন ইয়াদ ২২ হাজার ৫৯ ভোট পেয়ে বেসরকা?রিভা?বে বিজয়ী। তার নিটকতম প্রতিদ্বন্দ্বী প্রাথী জাহান্দার আলী জাহান ধা?নের শীষে পেয়েছেন ৫ হাজার ২৫৬ ভোট।

শিবচর : মাদারীপুরের শিবচর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আওলাদ হোসেন খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

মতলব : চাঁদপুরের মতলব পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আওলাদ হোসেন নৌকা প্রতীকে ২০ হাজার ৯৯৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনামুল হক বাদল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯৭৯ ভোট।

শাহরাস্তি : শাহরাস্তি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল লতিফ নৌকা প্রতীকে ১২ হাজার ৯৬৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. মোস্তফা কামাল মোবাইল প্রতীকে পেয়েছেন ৪ হাজার ১৩২ ভোট।

ব্রাহ্মণবাড়িয়ায় : আবারও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র হিসেবে জয়লাভ করেছেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নায়ার কবির। মিসেস নায়ার কবির পেয়েছেন ২৮ হাজার ৫৫৪ ভোট।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close