নিজস্ব প্রতিবেদক

  ২১ ফেব্রুয়ারি, ২০১৯

বিনম্র শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ বৃহস্পতিবার। বিনম্র শ্রদ্ধায় ভাষাশহীদদের শ্রদ্ধা জানাল জাতি। একুশের প্রথম প্রহরে ছিল জাতির পক্ষে শহীদবেদিতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদন। পরে সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় শহীদ মিনার। সবাই যাতে নির্বিঘেœ ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারেন সেজন্য শহীদ মিনার ও সংলগ্ন এলাকায় নেওয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা। যানবাহন চলাচলেও বিশেষ ব্যবস্থা। দিনপঞ্জিতে আবার অমর একুশে। তবে বাংলা, বাঙালি ও বাংলাদেশের আত্মপরিচয় যে একুশে, তার প্রতিধ্বনি তো প্রতিদিনের। অমর একুশে বাঙালির অহঙ্কার। ভাষাশহীদদের আত্মত্যাগের প্রতীক কেন্দ্রীয় শহীদ মিনার। আগেই এই স্মৃতির মিনার ধুয়েমুছে পরিষ্কার করে আঁকা হয়েছিল আলপনা।

ডিএমপি কমিশনার জানান, গতকাল বুধবার সন্ধ্যা ৬টা থেকে বেশ কয়েকটি সড়কে ডাইভারসন দেওয়া হয়। চানখারপুল, বকশীবাজার, নীলক্ষেত, পলাশী, শাহবাগ, হাইকোর্ট এলাকা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকার ছাড়া কোনো গাড়ি ঢুকতে দেওয়া হয়নি। এসব এলাকায় তল্লাশি চৌকিও ছিল। এর পাশাপাশি সারা ঢাকা নগরীর নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে ১০ হাজার পুলিশ। পর্যাপ্ত পরিমাণে সিসি ক্যামেরাসহ শহীদ মিনার চত্বরে ওয়াচ টাওয়ার বসানো হয়েছে। প্রস্তুত ছিল বোমা নিষ্ক্রিয় দল ও ডগ স্কোয়াড।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close