নিজস্ব প্রতিবেদক

  ০৭ সেপ্টেম্বর, ২০১৮

ট্রাফিক আইন অমান্য

একদিনে সাড়ে ৪০ লাখ টাকা জরিমানা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪০ লাখ ৫৬ হাজার ৩২৫ টাকা জরিমানা আদায় করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। অভিযানকালে মামলা করা হয়েছে ৫ হাজার ২১১টি। গত বুধবার দিনভর অভিযান চালিয়ে এসব মামলা ও জরিমানা করা হয়েছে। অভিযানকালে ৪৭টি গাড়ি ডাম্পিং করা হয়েছে। রেকার করা হয়েছে ৯০৭টি। উল্টো পথে গাড়ি চালানোয় ৩৬৪টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

ট্রাফিক বিভাগ সূত্রে আরো জানানো হয়, অভিযানকালে হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে ৭১, হুটার বা বিকনলাইট লাগানোয় ৭টি, পুলিশ স্টিকার লাগানোয় ২টি, মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোয় ১৪টি গাড়ি ও চালানোর সময় মোবাইল বা এয়ারফোন ব্যবহারের জন্য ১৮জন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে, বিভিন্ন অপরাধের জন্য মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে ২ হাজার ৪৮৩টি মামলা দায়ের করা হয়েছে। জব্দ করা হয়েছে ১৪৭টি মোটরসাইকেল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close