ক্রীড়া ডেস্ক

  ২৪ জুন, ২০১৮

ছন্দ ফিরে পেয়ে আত্মবিশ্বাসী ব্রাজিল

দৃষ্টিনন্দন ফুটবল উপহার দেওয়ার পরও গ্রুপ পর্বে সুইজারল্যান্ডের বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ব্রাজিলকে। প্রথম ম্যাচে ড্র ধাক্কা হয়েছিল এসেছিল সেলেকাওদের শিবিরে। তবে পরশু সব শঙ্কা উড়িয়ে দিয়েছে টিটের দল। সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে কোস্টারিকার বিপক্ষে কঠিন হলেও স্বস্তির জয় পেয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। গোল দুইটি করেছেন ফিলিপ্পে কুতিনহো ও ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার। দুই ম্যাচে এক জয় ও এক ড্রয়ে জোগো বোনিতোদের পয়েন্ট এখন ৪। প্রথম রাউন্ডের শেষ ম্যাচে সার্বিয়াকে হারাতে পারলেই দ্বিতীয় রাউন্ডে উঠে যাবে ল্যাটিন পরাশক্তিরা।

হেক্সা জয়ের মিশনে ব্রাজিলের প্রধান সমস্যা ছিল ছন্দের অভাব। পরশু সেই পুরনো ছন্দের দেখা পেয়েছে ব্রাজিলিয়ানরা। ছন্দময় ফুটবল দিয়ে একের পর এক আক্রমণে কোণঠাসা করে রেখেছিল কোস্টারিকাকে। ব্রাজিলের জন্য এখন আশার কথা হচ্ছে, ছন্দ ও গোলের ধারায় ফিরে এসেছে টিটের শিষ্যরা। পরশুর জয়ে ম্যাচ ও প্রিয় শিষ্যদের প্রশংসায় ভাসালেন টিটে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘গোল উদ্যাপনের পর আমরা লাফিয়েছি। এই ম্যাচে আমরা খুব উত্তেজিত ছিলাম।’

তিনি আরো বলেন, ‘ম্যাচের প্রথমার্ধটা আমাদের জন্য খুব কঠিন ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে আমরা আরো বেশি চেষ্টা করেছি গোল দিতে। প্রথম দুই ম্যাচে আমরা ভুগেছি। তবে আপনাকে মনে রাখতে হবে এটি বিশ্বকাপ। আপনি যদি গত ম্যাচগুলোর দিকে তাকান তবে দেখবেন, ফেভারিট দল বলে কিছুই নেই। ফেভারিটরা হয় হেরেছে নয়তো ন্যূনতম ব্যবধানে জয় পেয়েছে।’

ব্রাজিলকে পরশু উদ্ধার করেছে কুতিনহো। এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার প্রথম ম্যাচেও গোল পেয়েছিলেন। দুই গোল করে এরই মধ্যে তিনি দলের মূল খেলোয়াড় হয়ে উঠেছেন। ম্যাচের পর তিনি বলেন, ‘আমরা যা আশা করেছিলাম এটা তার চেয়ে কঠিন ম্যাচ ছিল। আমরা শেষ মিনিট পর্যন্ত আমাদের ধৈর্য ধরেছি গোল পাওয়ার জন্য। যার ফসল শেষের দুই গোল। আমরা জানি, ব্রাজিল জার্সি গায়ে দেওয়ার পর আমাদের দায়িত্ব কী। আমাদের প্রফেসর (টিটে) সব সময় তার মানসিক শক্তি দেখিয়েছেন। যা আমাদের মনোবল যুগিয়েছে।’

ব্রাজিলের বিপক্ষে হারায় বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার স্বপ্ন শেষ হয়ে গেছে কোস্টারিকার। ম্যাচ শেষে কোচ অস্কার রামিরেজ বলেন, ‘আমি জানি না, আমরা কী করতে পারতাম। আমরা ম্যাচে সেরাটা ঢেলে দিয়েছি। আপনাকে মনে রাখতে হবে, আমরা বিশ্বের দ্বিতীয় শ্রেষ্ঠ দলের সঙ্গে লড়াই করেছি। তাদের দারুণ কিছু ফুটবলার আছে।’

‘ই’ গ্রুপে ব্রাজিল ও সুইজারল্যান্ডের পয়েন্ট সমান চার। শেষ ষোলোতে যেতে হলে টিটের শিষ্যদের গ্রুপের শেষ ম্যাচে সার্বিয়ার বিপক্ষে জয় বা ড্র করতে হবে। আর যদি হেরে যায় তবে হেক্সা জয়ের মিশনটা শেষ হয়ে যাবে প্রথম রাউন্ডেই।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist