কূটনৈতিক প্রতিবেদক

  ১৮ মে, ২০১৮

ঢাকায় আমেরিকান ক্লাবে গোলটেবিল

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে তাগিদ দেবে যুক্তরাষ্ট্র

রাখাইনের রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে যুক্তরাষ্ট্র তাগিদ দেবে বলে জানিয়েছেন ইউএসএআইডির প্রশাসক মার্ক অ্যান্ডু গ্রিন। তিনি বলেন, ‘মিয়ানমার সরকারকে আহ্বান জানাচ্ছি সেখানকার সমাজের জাতিগত বৈষম্য সমাধানের জন্য। যেটি সব সমস্যার মূল কারণ। আমি মিয়ানমারে যাচ্ছি। সেখানে গিয়ে তাদের বলব, তারা যেন তাদের কাজটি করে।’

গতকাল বৃহস্পতিবার ঢাকায় আমেরিকান ক্লাবে রোহিঙ্গাবিষয়ক এক গোলটেবিলে তিনি এসব কথা বলেন। মার্ক অ্যান্ড্রু গ্রিন গত সোমবার বাংলাদেশে আসেন। গতকাল বৃহস্পতিবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন তিনি। আজ শুক্রবার তিনি মিয়ানমার সফরে যাবেন।

রোহিঙ্গা ক্যাম্পে তার অভিজ্ঞতার বিষয়ে তিনি বলেন, ‘আমি নতুন আসা কয়েকজন রোহিঙ্গার সঙ্গে কথা বলে তাদের ওপর ভয়াবহ ঘটনা ঘটার কথা শুনেছি। তারা সহিংসতার শিকার হয়েছে এবং তাদের ঘরবাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে এই সংকট মোকাবিলার ?জন্য।’

ইউএসএআইডির প্রশাসক মার্ক অ্যান্ডু গ্রিন বলেন, ‘শরণার্থীদের নিরাপদ প্রত্যাবাসন, রাখাইনসহ অন্যান্য অঞ্চলে সহিংসতা বন্ধ, আইনের শাসন প্রতিষ্ঠা, মানবিক সহায়তা কার্যক্রম অবিলম্বে শুরু করাসহ অন্যান্য বিষয়াদি মিয়ানমার সরকারকে করতে হবে।’ গত আগস্ট থেকে মে পর্যন্ত যুক্তরাষ্ট্র মোট ২০৭ মিলিয়ন ডলার রোহিঙ্গা বাবদ বাংলাদেশকে সহায়তা করেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist