খুলনা প্রতিনিধি

  ২৫ এপ্রিল, ২০১৮

প্রতীক পেয়ে আনুষ্ঠানিক প্রচারণা খালেক ও মঞ্জুর

বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আলহাজ তালুকদার আবদুল খালেক গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় নির্বাচন কমিশন অফিস থেকে নৌকা প্রতীক নিয়ে দলীয় কার্যালয়ে আসেন। সেখানে তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে সকাল ১০ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। তারপর তিনি নেতাকর্মীদের নিয়ে আনুষ্ঠানিক প্রচার কাজ শুরু করেন। কেডি ঘোষ রোড, স্যার ইকবাল রোড, পিকচার প্যালেস মোড়, যশোর রোডের বিভিন্ন অফিস, ব্যবসায়ী প্রতিষ্ঠানে গণসংযোগ করেন।

এদিকে, নির্বাচনী অঙ্গীকার ‘গ্রিন সিটি ক্লিন সিটি’ বাস্তবায়ন করতে নগরবাসীর দোয়া সমর্থন ও ভোট প্রার্থনার মধ্যে দিয়ে কেসিসি নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট সমর্থিত নজরুল ইসলাম মঞ্জু আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

তালুকদার আবদুল খালেক বলেন, ‘ছোটবেলা থেকে খুলনায় বড় হয়েছি। খুলনার মাটি-মানুষের পাশে থেকে ছাত্র রাজনীতি, পরবর্তীতে দলীয় রাজনীতি করে

জনগণের পাশে দাঁড়িয়েছি। আমি খুলনার মানুষের ভোট ও দোয়া নিয়ে কমিশনার থেকে শুরু করে সংসদ সদস্য, মন্ত্রী ও মেয়র নির্বাচিত হয়েছি। আমি কখনো খুলনার মানুষের সঙ্গে বেইমানি করিনি। মেয়র থাকা কালীন আমার সর্বস্ব দিয়ে খুলনার উন্নয়নের চেষ্টা করেছি।’

তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিতীয় ঠিকানা খুলনা। তিনি খুলনার মানুষকে প্রচন্ড ভালোবাসেন। সে কারণেই তিনি খুলনার মানুষের কথা চিন্তা করে আমাকে মেয়র পদে মনোনয়ন দিয়েছেন।’ তিনি বলেন, ‘আমি আপনাদের দোয়া ও সহযোগিতা চাই। আমাকে মেয়র নির্বাচিত করে খুলনার উন্নয়নসহ সকল ধরনের নাগরিক সেবা করার সুযোগ দিন।’

এ সময় আরো উপস্থিত ছিলেন প্রধান নির্বাচনী এজেন্ট খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, নির্বাচনী প্রধান সমন্বয়ক ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এস এম কামাল হোসেন, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক কাজী আমিনুল হক, আওয়ামী লীগ নেতা এ এফ এম মাকসুদুর রহমান, কামরুজ্জামান জামাল, শ্যামল সিংহ রায়, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, অ্যাডভোকেট নিমাই চন্দ্র রায়, জোবায়ের আহমেদ খান জবা, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, সুজন আহমেদ, শফিকুর রহমান পলাশ, সুমন আহমেদ খান, দেব দুলাল বাড়ৈ বাপ্পি, শেখ শাহাজালাল হোসেন সুজন প্রমুখ।

গ্রিন ও ক্লিন সিটি গড়তে ধানের শীষে ভোট চাইলেন মঞ্জু : সকাল পৌনে ১০টার দিকে বয়রাস্থ আঞ্চলিক নির্বাচন অফিসে প্রতীক বরাদ্দ হয়। ধানের শীষ প্রতীক হাতে বেরিয়ে এসে নজরুল ইসলাম মঞ্জু বলেন, গণতন্ত্রকে ফিরিয়ে আনতে, ভোটের অধিকার ফিরিয়ে আনতে নগরবাসী তাদের ভোট দেওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে। তাদের পছন্দের প্রার্থীকে পছন্দের প্রতীকে তারা ভোট দিতে চায়। নির্বাচন কমিশনের কাছে দাবি থাকবে, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সর্বাত্মক প্রস্ততি নিন। মানুষ যাতে নির্বিঘেœ ভোট দিতে পারে তার ব্যবস্থা করুন। কালো টাকা, পেশী শক্তি ও দুর্বৃত্তরা যাতে কোনো ধরনের প্রভাব ফেলতে না পারে। নিরপেক্ষ নির্বাচন হলে ধানের শীষের বিজয় সুনিশ্চিত বলে দাবি করেন তিনি।

সকাল সাড়ে ১০টায় কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ে আসেন নজরুল ইসলাম মঞ্জু। এখানে আসন্ন নির্বাচনে ভালো ফলাফল অর্জনের জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয়। দোয়া শেষে বিএনপি, ২০ দলীয় জোট এবং অঙ্গ সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী নিয়ে নগরীর প্রাণকেন্দ্রে গণসংযোগ করেন তিনি। এ সময় পথচারী, যানবাহনের যাত্রী, অফিস আদালত, ব্যাংক-বীমা, ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থানরতদের হাতে ধানের শীষের লিফলেট তুলে দেওয়া হয়। কর্মীরা হ্যান্ডমাইকে আওয়ামী দুঃশাসনের অবসান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামকে তরান্বিত করতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

এর আগে সকাল সাড়ে ৯টায় নজরুল ইসলাম মঞ্জু বিএনপিসহ ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের নিয়ে টুটপাড়া কবরস্থানে যান। সেখানে তিনি বাব-মায়ের কবর জিয়ারত করেন। এসব কর্মসূচিতে ২০ দলীয় জোট নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা, ধানের শীষ প্রতীকের নির্বাচন সমন্বয়কারী সাহারুজ্জামান মোর্ত্তজা, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসেনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist