আশুলিয়া প্রতিনিধি

  ১০ জানুয়ারি, ২০১৮

সাভারে যুবলীগ নেতাসহ চারজনকে কুপিয়ে হত্যাচেষ্টা : আটক ৭

সাভারে পৃথক ঘটনায় এক যুবলীগ নেতাসহ চারজনকে কুপিয়ে হত্যাচেষ্টা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। এ ঘটনায় আহতদের উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে যুবলীগ নেতা আবুল কালামের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। গতকাল মঙ্গলবার বিকেলে সাভারের নয়ারহাট খেজুরটেক এলাকা ও সাভার পৌর এলাকার জামসিং মহল্লায় এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় হামলায় জড়িত সন্দেহে ছয়জনকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে আধিপত্য বিস্তার নিয়ে সাভারের নয়ারহাট খেজুরটেক এলাকার সন্ত্রাসী মোয়াজ্জেম বাহিনীর সদস্যরা সোহেল রানা নামে এক ব্যবসায়ীর দোকানে হামলা চালায়। এ সময় ওই ব্যবসায়ী ও তার স্বজনরা হামলার প্রতিবাদ করলে মোয়াজ্জেম বাহিনীর সদস্যরা তাদের এলোপাতাড়ি কুপিয়ে আহত করে পালিয়ে যায়। এদিকে বেলতলা এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আশুলিয়া থানা যুবলীগের সাবেক সিনিয়র সহসভাপতি আবুল কালামের ওপরও হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা করে। একপর্যায়ে আবুল কালাম মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

আবুল কালামের বড় ভাই আবদুল কাদের বলেন, ‘রাজনৈতিক কারণে পূর্বশত্রুতার জেরে আমার ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে মোয়াজ্জেম, রাতুল, পন্ডি ও রহিম বাদশাসহ অজ্ঞাতনামা সন্ত্রাসীরা।’

স্থানীয়দের অভিযোগ, সন্ত্রাসী সুমন আহমেদ (পন্ডি) আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকারের অনুসারী। গত কয়েক দিন আগে পন্ডি পাথালিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতির পদ পান। এরপরই তিনি এলাকায় সন্ত্রাসী রাজত্ব কায়েম করেছেন। এলাকায় তিনি না অপকর্মে জড়িত বলেও জানান এলাকাবাসী।

সোহেল রানার বড় ভাই আলমগীর হোসেন বলেন, ‘আমার ভাই একটি তৈরি পোশাক কারখানায় চাকরির পাশাপাশি একটি দোকান দিয়ে বেলতলা এলাকায় ব্যবসা করেন। সন্ত্রাসীরা তার দোকানে অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর করলে আমরা প্রতিবাদ করি। এ সময় সন্ত্রাসীরা আমাদেরকে বেধড়ক মারপিটসহ আমার ভাই সোহেলকে কুপিয়ে হত্যাচেষ্টা করে।’

পাথালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পারভেজ দেওয়ান বলেন, ‘নয়ারহাট এলাকার চিহ্নিত সন্ত্রাসী, ভূমিদস্যু ও মাদক ব্যবসায়ী মোয়াজ্জেম এলাকায় আধিপত্য বিস্তারের জন্য সাধারণ মানুষসহ দলীয় নেতাকর্মীদের ওপর হামলা চালায়। সে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে পুরো পাথালিয়াকে অশান্ত করে তুলেছে। আমি প্রশাসনের নিকট এ ঘটনার বিচার দাবি করছি।’

এ ছাড়া সাভার পৌর এলাকার জামসিং মহল্লায় আধিপত্য বিস্তার নিয়ে আবু বক্কর সিদ্দিককে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা করেন জামসিং টেউটি এলাকার শীর্ষ সন্ত্রাসী কাদের বাহিনীর সহযোগী সন্ত্রাসী হোসেন মিয়া। এ সময় আবু বক্করের সঙ্গে থাকা আরাফাতকে এলোপাতাড়িভাবে ছুরিকাঘাত করা হয়। এ সময় এলাকাবাসী সন্ত্রাসী হোসেন মিয়াকে আটক করে সাভার মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে।

সন্ত্রাসী হামলার ঘটনায় আহতদের দেখতে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে যান সংসদ সদস্য ডা. এনামুর রহমান। এ সময় হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের জন্য পুলিশকে নির্দেশ দেন তিনি।

আশুলিয়া থানার ওসি আবদুল আউয়াল বলেন, সন্ত্রাসী হামলার ঘটনায় পুলিশ পাঠানো হয়েছে। মামলা করাসহ জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist