বিনোদন প্রতিবেদক

  ২১ মার্চ, ২০২৩

বিবি রাসেলের হাত থেকে সম্মাননা নিলেন স্বপ্নীল সজীব

বাংলাদেশের এই প্রজন্মের সংগীতশিল্পী স্বপ্নীল সজীব গত ১৯ মার্চ কলকাতার একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত ‘সেরা বাঙালি ও বঙ্গরত্ন সম্মাননা’ অনুষ্ঠানে সম্মাননায় ভূষিত হয়েছেন। তার হাতে এই সম্মাননা তুলে দেন বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মডেল ও ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল। স্বপ্নীল সজীব বলেন, ‘এটা কলকাতায় আয়োজিত অন্যতম একটি বড় আয়োজন। এমন অনুষ্ঠানে সম্মাননা পাওয়া অনেক বড় সৌভাগ্যের বিষয়। তা ছাড়া কলকাতার মাটিতে আমাদের দেশের গর্ব শ্রদ্ধেয় বিবি রাসেল আপার হাত থেকে আমি এই সম্মাননা গ্রহণ করেছি, এটাও আমার কাছে অনেক অনেক ভালো লাগার। ধন্যবাদ ভারতের বিখ্যাত প্রগতি বাংলা উৎসবকে আমাকে সেরা বাঙালি এবং বঙ্গরত্ন সম্মাননা দেওয়ার জন্য, এটা আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ অর্জন, ধন্যবাদ প্রগতি বাংলা, আমার প্রাণের ও শ্রদ্ধেয় বিবি রাসেল আপা এবং ডা. অরিজিতকে আমাকে আমন্ত্রণ ও এত বড় সম্মাননা দেওয়ার জন্য। বাংলাদেশের পর ভীষণ ভালোবাসি কলকাতাকে, ভালোবাসা সবার জন্য।’ এর আগে গত ১৬ মার্চ আরো একটি অনুষ্ঠানে অংশ নেন স্বপ্নীল সজীব। এদিকে রুনা লায়লার সঙ্গে এর আগে কয়েকটি অনুষ্ঠানে সাক্ষাৎ হওয়ার সুযোগ এলেও এবার যেন একটু বেশি করেই সেই সুযোগ এলো স্বপ্নীল সজীবের জীবনে। তাও আবার দেশে নয় দেশের গণ্ডি পেরিয়ে কলকাতার একটি অনুষ্ঠানে। গত বিজয় দিবসে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে ইন্ডিয়ান আর্মি ও ইন্ডিয়ান কালচারাল মিনিস্ট্রি আয়োজিত ‘বাংলাদেশের বিজয়ের ৫১ বছর’ উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানের আগে শিল্পীরা রিহার্সেলে অংশ নিয়েছেন। দেশে রুনা লায়লার কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ হয়নি স্বপ্নীল সজীবের। অবশেষে সেই স্বপ্নপূরণ হলো। ১৬ ডিসেম্বর আয়োজিত এই অনুষ্ঠানে রুনা লায়লা নজরুল ইসলাম বাবুর লেখা ও আলাউদ্দিন আলীর সুর করা ‘আমায় গেঁথে দাওনা মাগো’ গানটি গেয়ে শোনান উপস্থিত দর্শককে। আর স্বপ্নীল সজীব গেয়ে শোনান আবদুল লতিফের কথা ও সুরে ‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়’। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন উদিত নারায়ণ, অলকা ইয়াগনিক, ইমন চক্রবর্তী, শ্যামা রহমান, সামিউল ইসলাম পোলাকসহ বেশ কয়েকজন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close