সীমান্ত প্রধান

  ১৩ আগস্ট, ২০১৭

মতামত

ধর্ষণ : রাষ্ট্রের ঘুম ভাঙবে কি

রাজশাহীতে ২২ মাসের শিশুকন্যা ধর্ষিত হয়েছে-এমন খবরে অবাক হওয়ার কথা ছিল। অবাক হইনি। কেননা, গত বছর আট মাসের শিশুকন্যা ধর্ষণের সংবাদও আমরা পেয়েছিলাম। তাই ব্যাপারটি একটু ভিন্নভাবেই নিয়েছি। যে দেশে আট মাসের শিশু ধর্ষণের শিকার হতে পারে, সে দেশে ২২ মাস বয়সী শিশুকন্যা ধর্ষণের খবর শুনে স্বাভাবিক অর্থেই বিচলিত হইনি। আজকাল ধর্ষণ ঘটনার খবর শুনলে কোনো ক্রিয়া-প্রতিক্রিয়াও হয় না। সবকিছু কেমন যেন গা-সওয়া হয়ে যাচ্ছে। এই তো সেদিন সাইফুল নামে পঞ্চাশোর্ধ্ব এক নরপশু পাঁচ বছর বয়সী পূজাকে ধর্ষণ করল। এর আগে এই লোকটি ওইটুকু বাচ্চার যৌনাঙ্গ ব্লেড দিয়ে কেটে নিয়েছিল। কী নির্মমতা! ভাবা যায়? তনু, আফসানাকে তো ধর্ষণ করে মেরেই দিল একদল জানোয়ার।

এই তো কদিন আগে খবর বের হলো সৎবাবা আট বছর ধরে তার মেয়েকে ধর্ষণ করে আসছিল। এর আগে বনানীর ধর্ষণ ঘটনা নিয়ে তো দেশজুড়েই হইচই। এর মধ্য দিয়ে গেল রোজাতে ছোট্ট একটি মেয়েকে ইফতারের দাওয়াত দিয়ে দাদুর বয়সী দুই পৌঢ় ধর্ষণ করল। সম্প্রতি খবর পাওয়া গেছে ছয় মাস ধরে আটকে রেখে ভাতিজিকে ধর্ষণ করেছে তার চাচা।

এসব খবর দেখে, পড়ে মনে হচ্ছে দেশে ধর্ষণের মহোৎসব চলছে। প্রতিদিনই পত্রিকার পাতা খুললে এক বা একাধিক ধর্ষণের ঘটনার খবর পাচ্ছি। দেশে কী তবে ধর্ষণের মড়ক লেগেছে? নাহ্! এভাবে আর ভাবতে ইচ্ছে করে না। ধর্ষণ ঘটনা নিয়ে এখন আর কিছু বলতেও ইচ্ছে করে না। সবকিছু আমাদের গা-সওয়া হয়ে যাচ্ছে। সম্ভবত ইট-কাঠ-পাথরের শহরে থেকে আমরাও আমাদের মনটাকে পাথর বানিয়ে ফেলছি। মেনে নিচ্ছি এসব অন্যায় অত্যাচার।

এই যে এত এত ধর্ষণ হচ্ছে, কোনোভাবেই এসব রোধ করা যাচ্ছে না। এর কারণ কী? এভাবে দিন দিন ধর্ষণের মতো ঘটনা বৃদ্ধি পেয়েই যাবে! আমরা ভাবব। ভাবছি। কিন্তু এর প্রতিকার কীভাবে? ‘ধর্ষণ ঘটনা বৃদ্ধির সম্ভাব্য কারণ কী?’ ১০০ ব্যক্তিকে যদি এই প্রশ্নটি করেন, তবে ৭০ জনেরই উত্তর হবে- ‘বিচারহীনতার সংস্কৃতি’। কেউ কেউ হয়তো ভিন্ন কিছু যৌক্তিক কারণ তুলে ধরবেন। কিন্তু অধিকাংশের মতামতই গুরুত্বপূর্ণ এবং তা ধর্ষণ বৃদ্ধির অন্যতম কারণ বলা যেতে পারে। আমরা নিরাপত্তা দিতে পারছি না আমাদের নারীদের। সম্প্রতি বগুড়ার ধর্ষণ ঘটনাই বলে দিচ্ছে নারীদের নিরপত্তা দিতে আমরা কতটা ব্যর্থ। আর এসবের মূলে যে ক্ষমতা একটা বিশাল ফ্যাক্টর, ধর্ষণ পরবর্তী মা-মেয়ের মাথা ন্যাড়া করার ঘটনাই তা প্রমাণ করে। আবার এ ঘটনা নিয়ে আলোচনা-সমালোচনা যখন চলমান, তখন তিন বছরের এক কন্যাশিশুকে ধর্ষণ করে মেরেই ফেলেছে এক জানোয়ার। এতটুকু ভীতি কাজ করছে না তাদের ভেতর। কতটা মানসিক বিকৃতি ঘটলে এমন জঘন্য কাজ করতে পারে একজন?

সাম্প্রতিক সময়ে যেভাবে ধর্ষণ ঘটনা বৃদ্ধি পাচ্ছে তা প্রতিটি মানুষের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এসব ঘটনায় মানুষের ইমোশন আগ্নেয়গিরির লাভার মতো ফুটছে। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এসব নিয়ে রীতিমতো ঝড় চলছে। তবে কেউ কেউ হয়তো তৃপ্তির ঢেকুর তুলছেন এই ভেবে যে, পার্শ্ববর্তী দেশ ভারতের চেয়ে ভালো অবস্থানে আছি আমরা। আদতে কি তাই! এমন যারা বলেন, তারা কী সে দেশের জনসংখ্যা আর আমাদের সংখ্যা তুলনা করে দেখেছেন?

সংবাদপত্রে যেসব ধর্ষণ ঘটনার সংবাদ পেয়ে থাকি, তাই হিসাবে ধরে নিই। আদতে প্রকৃত ধর্ষণ সংখ্যা এর থেকেও অনেক বেশি। কেননা, অনেক ক্ষেত্রে ধর্ষণের ঘটনা চেপে যাওয়ার প্রবণতা অনেকের মাঝেই বিদ্যমান। এর মূলে ন্যায়বিচার পাওয়ার পরিবর্তে সামাজিক লাঞ্ছনার শিকার হতে হয় অনেককেই। এর ফলে অনেকেই থানা পুলিশ আইন আদালতের দ্বারস্থ হন না। এর অর্থ হচ্ছে ন্যায়বিচারের ঘাটতি রয়েছে। আর এটাকেই বলা যেতে পারে বিচারহীনতার সংস্কৃতি। অথচ ধর্ষণ, নারী নির্যাতনের মতো জঘন্য ঘটনা প্রতিরোধে পার্শ¦বর্তী ভারতের থেকেও আমাদের দেশের আইন অনেক বেশি শক্তিশালী এবং যথার্থ। তারপরও ধর্ষণ ঘটনা কোনোভাবেই রোধ করা যাচ্ছে না। নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯ (১) ধারায় বলা হয়েছে, যদি কোনো পুরুষ কোনো নারী বা শিশুকে ধর্ষণ করে, তবে সে যাবজ্জীবন কারাদ-ে দ-িত হবে। একই আইনের ৯(২) ধারায় আছে, ধর্ষণ বা ধর্ষণ-পরবর্তী অন্যবিধ কার্যকলাপের ফলে ধর্ষিত নারী বা শিশুর মৃত্যু ঘটলে ধর্ষকের মৃত্যুদ- বা যাবজ্জীবন কারাদ- হবে। একই সঙ্গে জরিমানার কথাও আছে। সর্বনিম্ন জরিমানা এক লাখ টাকা। ৯(৩) ধারায় আছে, যদি একাধিক ব্যক্তি দলবদ্ধভাবে কোনো নারী বা শিশুকে ধর্ষণ করে এবং উক্ত ধর্ষণের ফলে কোনো নারী বা শিশু মারা যায়, তাহলে প্রত্যেকের যাবজ্জীবন কারাদ- বা মত্যুদ-, কমপক্ষে এক লাখ টাকা জরিমানা হবে।

এখানে ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০’-এ যে শাস্তির কথা বলা হয়েছে, তা নারী নির্যাতন রোধে যথেষ্ট বলেই মনি করি। এরপরও কিন্তু আমাদের দেশে প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে নারী নির্যাতন, ধর্ষণের মতো ঘটনা এমনকি ধর্ষণ পরবর্তী হত্যাকা-ও ঘটছে অহরহ। এসব ঘটনায় শিশু থেকে বৃদ্ধারাও বাদ যাচ্ছে না। দিন দিন যেন জঘন্য এ ঘটনাটি জ্যামেতিক হারেই বৃদ্ধি পাচ্ছে। রাষ্ট্রযন্ত্রও কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। যার কারণে বিচারহীনতার সংস্কৃতি চলছে। এ সুযোগে এক শ্রেণি বেপরোয়াভাবে ধর্ষণকা- ঘটিয়েই যাচ্ছে। বিশেষজ্ঞরা মনে করেন, রাজনীতির দুর্বৃত্তায়ন এবং অপরাধীরা যথাযথ শাস্তি না পাওয়ায় অন্যরাও অপরাধ প্রবণতায় জড়িয়ে যেতে উৎসাহ বোধ করছে। এখানে আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অসাধুতাকেও এড়িয়ে যাওয়া সুযোগ নেই। অনেক ক্ষেত্রে তারা নিজ স্বার্থরক্ষায় অপরাধীদেরও পক্ষাবলম্বন করে বিচারপ্রার্থীদের হয়রানি করে থাকে। এর পাশাপাশি নির্যাতিত পরিবার ও সামগ্রিক মানুষের সচেতনতারও অভাব রয়েছে এখানে। এসব কারণে ধর্ষণ মামলার ৯০ শতাংশ আসামিই খালাস পেয়ে যায়।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদের মতে, ভিকটিমের এ পরীক্ষার মাধ্যমে ধর্ষক কিংবা অভিযুক্ত ব্যক্তিকে চিহ্নিত করা সম্ভব হয়ে ওঠে না। ধর্ষককে চিহ্নিত করতে হলে, অভিযোগকারী নারীর শরীরের কিংবা পোশাক ও বিছানার আলামত পরীক্ষা করা প্রয়োজন। এর পর অভিযুক্ত ব্যক্তির ডিঅক্সিবাইবো নিউক্লিয়িক অ্যাসিড (ডিএনএ) টেস্ট করাতে হবে। একমাত্র ডিএনএন টেস্টের মাধ্যমেই এ ধরনের অপরাধীকে শনাক্ত করা সম্ভব। তবে ন্যায়বিচার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে মানুষের চিন্তা-ভাবনার সার্বিক পরিবর্তন অত্যন্ত জরুরি। একই সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো বেশি সজাগ দৃষ্টি এবং ধর্ষণ মামলার ক্ষেত্রে কোনো ধরনের ছাড় না দেওয়ার মানসিকতা সম্পন্ন হতে হবে। তা না হলে পক্ষে বা বিপক্ষে যাই হোক না কেন ন্যায়বিচার থেকে বঞ্চিত হবে মানুষ। সুষ্ঠু সুন্দর সমাজ বিনির্মাণে এবং বিচারহীনতার সংস্কৃতি রোধ করতে হলে এসব বিষয়কে প্রাধান্য দেওয়া খুবই জরুরি। একই সঙ্গে ধর্ষণ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং বিচারের দীর্ঘসূত্রতা কোনোভাবেই কাম্য নয়। সেই সঙ্গে কেউ যদি মিথ্যা মামলার আশ্রয় নেয়, তবে ১৭ ধারা মোতাবেক যথাযথ ব্যবস্থা গ্রহণ করাও বাঞ্ছনীয়। এ জন্য রাষ্ট্রকেই এগিয়ে আসতে হবে সর্বাগ্রে।

লেখক : কবি ও সাংবাদিক

[email protected]

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist