reporterঅনলাইন ডেস্ক
  ১৯ অক্টোবর, ২০১৭

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মতবিনিময় সভা

সাউথইস্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে ১৪ অক্টোবর বনানীতে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে মতবিনিময় সভা করে। সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দীন অনুষ্ঠানে আগত শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাগত জানিয়ে প্রারম্ভিক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) কাজী ফকরুদ্দীন আহমেদ। তিনি শিক্ষার মান উন্নয়নের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রদেয় সুযোগ-সুবিধা এবং ছাত্রছাত্রীদের করণীয় সম্পর্কে শিক্ষার্থী ও অভিভাবকদের সামনে তুলে ধরেন। ক্লাস শেষে ছাত্রছাত্রীরা সঠিক সময়ে বাসায় ফিরছে কি না এবং ভালো বন্ধুদের সঙ্গে মিশছে কি না, সে বিষয়ে খেয়াল রাখার জন্য তিনি অভিভাবকদের পরামর্শ দেন।

বোর্ড অব ট্রাস্টিজ, সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ট্রাস্টের চেয়ারম্যান মো. রেজাউল করিমের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন বোর্ডের সদস্য এম. কামালউদ্দিন চৌধুরী। তিনি বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিশ্বের অন্যতম বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ট্রাস্টের সম্মানিত উপদেস্টা

অধ্যাপক ড. এএফএম মফিজুল ইসলাম।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার মান, শিক্ষার পরিবেশ, প্রশাসনিক সুযোগ-সুবিধাসহ প্রাসঙ্গিক নানা বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে শিক্ষার্থী ও অভিভাবকদের মতবিনিময় হয়। শিক্ষার্থী ও অভিভাবকরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তাদের মতামত তুলে ধরেন এবং তাদের পরামর্শ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাদরে গ্রহণ করে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist