reporterঅনলাইন ডেস্ক
  ১৪ আগস্ট, ২০১৭

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটিতে তথ্যপ্রযুক্তি সংক্রান্ত প্রশিক্ষণ

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের এলআইসিটি, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি এবং আনস্টি অ্যান্ড ইয়াং এলএলপিওর উদ্যোগে তথ্য-প্রযুক্তি সংক্রান্ত দুই দিনের বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের আইসিটি সেক্টরের বহুমুখী প্রশিক্ষণের ব্যাপারে অবগত ও উৎসাহিত করতে ২৬ জুলাই শান্ত-মারিয়াম ফাউন্ডেশন কার্যালয়ে স্বাক্ষরিত এক ত্রিপক্ষীয় চুক্তির অধীনে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। বিশ্ববিদ্যালয়ের ক্রিয়েটিভ হাবে ওরিয়েন্টেশন সভার মধ্য দিয়ে প্রশিক্ষণ কার্যক্রমের ১ম পর্ব শুরু হয়। এতে সভাপতিত্ব করেন ডিজাইন টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মো. আবদুল হালিম শেখ। বিশ্ববিদ্যলয়ের রেজিস্ট্রার স্থপতি হোসনে আরা রহমান, শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের আইটি পরামর্শক ওয়ালিদ মোরশেদ, আনস্টি অ্যান্ড ইয়াং এলএলপিওর পরামর্শক মহিন্দ্রা সুর নারায়ণ শাস্ত্রী, শান্ত-মারিয়াম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক ডক্টর জেবুন্নাহার প্রমুখ সভার বিভিন্ন পর্ব পরিচালনা করেন। প্রশিক্ষণ কার্যক্রমের দ্বিতীয় দিন ছিল সমাপনী দিবস। এতে উপস্থিত ছিলেন পরামর্শক মাহিধারা সুরাইয়া শাস্ত্রী, প্রজেক্ট কো-অর্ডিনেটর আফরিদা ইসলাম, গ্রাফিক ডিজাইনের মাস্টার ট্রেনার অ্যাবোলি মিশ্রা, ডিজিটাল মার্কেটিংয়ের মাস্টার ট্রেনার সুমিত দেওয়ানজী, ওয়েব ডেভেলপমেন্ট ট্রেনার মৌর্গ থেন লিন ও ওয়েব ডিজাইন মাস্টার ট্রেনার ওয়াকার আহমেদ। প্রায় চারশ’ শিক্ষার্থী প্রশিক্ষণের জন্য রেজিস্ট্রেশন করেন। ওরিয়েন্টেশন সভার পর শিক্ষার্থীরা বিভিন্ন আইটি ল্যাবে যোগ্যতা পরীক্ষায় নেন। শিক্ষার্থীদের তথ্য-প্রযুক্তি ও তথ্য সেবা সম্পর্কিত জ্ঞান আহরণ ও দক্ষতা অর্জনের জন্য এই প্রশিক্ষণ অত্যন্ত ভূমিকা রাখবে বলে সবাই আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য, বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ সরকারের এলআইসিটি প্রজেক্টের অধীনে টিম-আই এই প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist