reporterঅনলাইন ডেস্ক
  ২৯ মে, ২০১৭

আইইবির প্রতিনিধিদলের ক্যাম্পাস পরিদর্শন

বাউয়েট নির্দিষ্ট সময়ের মধ্যেই আইইবির স্বীকৃতি পাবে

কাদিরাবাদ সেনানিবাসে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (বাউয়েট) স্থায়ী ক্যাম্পাস গত মঙ্গলবার পরিদর্শন করে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স (আইইবি) বাংলাদেশের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. কবির আহমেদ ভূঁঞার নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল।

প্রতিনিধি দল বাউয়েটের বিভিন্ন ল্যাবরেটরি এবং শ্রেণি কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তারা ছাত্রছাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের ব্যবহারিক ক্লাস পর্যবেক্ষণ করেন। বাউয়েটের অবকাঠামো, ফ্যাকাল্টি ও ল্যাব সুবিধাগুলো দেখে বিশেষ করে শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং তারা অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন।

আইইবি প্রতিনিধি দল স্কাই লাইট অডিটরিয়ামে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকম-লী ও ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনা সভায় অংশগ্রহণ করে। আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার এএইচএম শহীদউল্লাহ স্বাগত ভাষণ দেন। তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা-, শিক্ষার সুযোগ-সুবিধাসহ ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। আইইবি প্রেসিডেন্ট বলেন, আইইবির স্বীকৃতি পাওয়ার জন্য বর্তমানে বাউয়েটের সব ধরনের বৈশিষ্ট্যই বিদ্যমান আছে। আশা করা যায় নির্দিষ্ট সময়ের মধ্যেই এ বিশ্ববিদ্যালয় আইইবির স্বীকৃতি পাবে। তিনি ছাত্রছাত্রীদের আইইবির সদস্য হওয়ার জন্য আবেদন প্রক্রিয়া চতুর্থ বর্ষে অধ্যয়নকালেই শুরু করার পরামর্শ দেন।

এ সময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ লে. কর্নেল (অব.) জিএম আজিজুর রহমান, প্রফেসর ড. রফিকুল ইসলাম শেখ, প্রফেসর ড. মো. শাহ্ আলম, প্রফেসর ড. রুবাইয়াত ইয়াসমিন, ড. মো. মোশারফ হোসেন, খন্দকার মনজুর আহমেদ, ইঞ্জিনিয়ার মো. মামুনুর রশীদ, ইঞ্জিনিয়ার সুনির্মল ম-ল, সহযোগী অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. রশিদুল হাসান, সহযোগী অধ্যাপক ড. মির্জা এএফএম রশিদুল হাসান, সহযোগী অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, সহকারী অধ্যাপক মো. নাসির উদ্দীন, সহকারী অধ্যাপক মো. আকরামুল আলীম, সহকারী অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, মেজর (অব.) মো. জুলফিকার হায়দার এবং মো. আশরাফুল ইসলাম প্রমুখ। আলোচনা অনুষ্ঠান শেষে উপাচার্য

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার এএইচএম শহীদউল্লাহ অতিথিদের বাউয়েটের ক্রেস্ট

প্রদান করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist