হাসিব মীর, গবি

  ২৯ ফেব্রুয়ারি, ২০২৪

জিবিসিডিসির উদ্যোগে ‘বিশ্ব বই প্রদান দিবস’ পালিত

বাংলাদেশে প্রথমবারের মতো ‘বিশ্ব বই প্রদান দিবস’ উদযাপন করেছে গণ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাব (জিবিসিডিসি)।

গত ১৪ ফেব্রুয়ারি ক্যাম্পাসে পরস্পরকে বই উপহার দেন সংগঠনের সদস্যরা। দুপুর থেকে বিকেল পর্যন্ত চলে তাদের এই কর্মসূচি।

বই পেয়ে আইন বিভাগের শিক্ষার্থী রাজিউল ইসলাম শান্ত বলেন, ‘সব থেকে ভালো লাগে আমাকে কেউ যখন কোনো বই উপহার দেয়। আজকে বই প্রদান দিবস এটা আমি জানতাম না আগে। হঠাৎ বই পেয়ে খুবই ভালো লাগছে।’

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস তাসাদ্দেক আহমেদ বলেন, ‘সবাই মোবাইল হাতে পেয়ে বই থেকে দূরে সরে গেছে। আজকের বই প্রদান করা উদ্যোগটা খুবই ভালো হয়েছে।’ কৃষি অনুষদের ডীন অধ্যাপক ড. মো. ফজলুল করিম বলেন, ‘বই প্রদান খুবই ভালো কাজ। বই পড়ুয়াদের মন সুন্দর হয় তাই তোমাদেরও সবার মন সুন্দর ও পবিত্র রাখতে হবে।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, ‘বিশ্ব বই প্রদান দিবস’ উপলক্ষে বই প্রদান করা খুবই ভালো উদ্যোগ। আগামী বছর আরো বড় করে এই বই প্রদান দিবস উদযাপিত করবা। অনেক সময় আছে পরিকল্পনা করে করা যেতে পারে।’

জিবিসিডিসি’র সভাপতি হাসিব মীর বলেন, ‘সকালে আমাদের ক্লাবের আইটি সেক্রেটারি বিদিতা চৌধুরী আমার কাছে এই দিবস উল্লেখ করে বই চায়। আমি তখন এই দিবসের সম্পর্কে অনলাইন তথ্য নিলাম। তখন আমার এই দিবসটা আমরা উদযাপন করতে ইচ্ছা হয়। আমি দ্রুত সিদ্ধান্ত নেই, আমি কয়েকটি বই সংগ্রহ করি এবং নাসিম কিছু বই নিয়ে ক্যাম্পাসে আসতে বলি। দুপুর একটায় আমরা সবাই একত্র হই এবং বই প্রদান কর্মসূচি পালন করি।’

হাসিব মীর আরো বলেন, ‘আগামী বছর আমাদের ক্লাব থেকে ‘বিশ্ব বই প্রদান দিবস’ বড় পরিসরে উদযাপন করতে চাই। আমরা সবাই মিলে ইতিমধ্যে পরিকল্পনা করেছি দিনটিকে কেন্দ্র করে আমরা আমাদের ক্যাম্পাসে ‘বই মেলা’ আয়োজন করবো ও উন্মুক্ত লাইব্রেরি স্থাপন করবো সবার সহযোগিতায়।’

উল্লেখ্য, ১৪ ফেব্রুয়ারি বিশ্ব বই বিতরণ বা প্রদান দিবস ২০১২ সাল থেকে এ দিবসটি আন্তর্জাতিকভাবে পালিত হয়ে আসলেও এখনো অনেকেই জানি না বা উৎসব করে পালন করি না। যুক্তরাজ্যর এ্যমি ব্রডম্যুর শিশু-কিশোরদের বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টির ভাবনা থেকে এ দিবসটি প্রবর্তন করতে সচেষ্ট হন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close