মো. আবির হাসান

  ১৮ ফেব্রুয়ারি, ২০২৪

ছবি তোলাই তাদের নেশা

দূরে দাঁড়িয়ে নিষ্পলক চোখে তাকিয়ে আছে প্রকৃতি, কুচকুচে অন্ধকারে শহরের রাস্তায় নিভু নিভু আলো জ্বলছে কিংবা সন্ধ্যাবেলার সমুদ্রপাড়ে জলতরঙ্গের খেলা, এমন দৃশ্য কাকেই না আকৃষ্ট করে! স্থানচ্যুতি ঘটলে খালি চোখে দেখা এসব দৃশ্যের অবসান ঘটে ঠিকই, তবে থেকে যায় স্মৃতিতে। আর এই স্মৃতিকে আরো প্রগাঢ় করে চলেছে বর্তমানের আধুনিক মুঠোফোন বা ক্যামেরা। নান্দনিক সব দৃশ্যকে ক্যামেরাবন্দি করার মাধ্যমে মানুষের স্মৃতিকে বিস্তর লম্বা করে তুলছে আধুনিককালের আধুনিক মানুষ। এরই পরিপ্রেক্ষিতে গড়ে ওঠে রহনপুর ফটোগ্রাফি ক্লাব। যার সূচনা ২০১৭ সালে। বর্তমানে এ সংগঠনটি পরিচালনা করছে ফজলে রাব্বি আকাশ এবং সঙ্গে রয়েছে চারজন মডারেটর। এ ছাড়া রয়েছেন উপদেষ্টামন্ডলী ও। সংগঠনের মুখ্য উদ্দেশ্য ছবি তোলার প্রতিভা অন্বেষণ এবং ছবির প্রতি নিবিড় ভালোবাসা জনসাধারণের মাঝে ছড়িয়ে দেওয়া ও তরুণ আলোকচিত্রীদের অনুপ্রেরণা প্রদান করা। সংগঠনটির সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় ছয় হাজার সদস্য রয়েছে। এখানে প্রতিযোগিতার সুযোগও বিদ্যমান। সংগঠনটি প্রায় প্রতি মাসেই মেধা অন্বেষণ প্রতিযোগিতার উদ্দেশ্যে ফটোগ্রাফি কম্পিটিশন আয়োজন করে এবং বিজয়ীদের পুরস্কার দেওয়ার মাধ্যমে নতুন অনুপ্রেরণার জোগান দেয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close