সাদিয়া জাহান প্রমি, কুবি

  ১৬ জানুয়ারি, ২০২৪

নতুন বছরের প্রত্যাশা আত্মিক সম্পর্কের উন্নয়ন

মানুষের মস্তিষ্কে জেঁকে বসা সবচেয়ে বড় পোকাটার নাম ‘সোশ্যাল মিডিয়া’। এটা ছাড়া বর্তমানে আমাদের একটা মূহূর্তও কল্পনাতীত। ফলে মানুষের মধ্যে বৃদ্ধি পাচ্ছে আত্মিক দূরত্ব ও সীমাহীন কৃত্রিমতা। এসব কৃত্রিমতা বিসর্জনে মানুষের উচিত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো থেকে কিছুটা বেরিয়ে এসে, সরাসরি দেখা-সাক্ষাৎ কিংবা গল্প-আড্ডার মাধ্যমে সম্পর্কগুলোকে জিইয়ে রাখা। শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেই নয়, বরং কৃত্রিমতা মারাত্মকভাবে হানা দিয়েছে শিক্ষাক্ষেত্রেও। গুগল, চ্যাট জিপিটি, চ্যাটবট ডট কম, ওপেন এআইস অফিশিয়াল জিপিটি-থ্রি প্লেগ্রাউন্ড, চ্যাটজিপিটি বাই চ্যাট-বট-প্যাক ইত্যাদির ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীরা চিন্তাশক্তি এবং বুদ্ধিমত্তাকে পঙ্গু করার পাশাপাশি নিজেদের একটি নিষ্ক্রিয় জাতি হিসেবে গড়ে তুলছে। শিক্ষাক্ষেত্রসহ সব সেক্টর থেকে এসব কৃত্রিমতা দূর হোক এবং উন্নয়ন ঘটুক মানুষের আত্মিক সম্পর্কের, নতুন বছরে এই মোর প্রত্যাশা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close