reporterঅনলাইন ডেস্ক
  ২৪ জুন, ২০২১

শাবিপ্রবির বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলে নতুন ৩ সহকারী প্রভোস্ট

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলে নতুন তিনজন সহকারী প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন। গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

নিয়োগপ্রাপ্তরা হলেন ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের প্রভাষক রাবেয়া সুলতানা, ইংরেজি বিভাগের প্রভাষক সুমাইয়া আহমেদ ও সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক আয়েশা ফেরদৌস মিতা। তারা আগামী তিন বছর এ পদে দায়িত্ব পালন করবেন। এই পদে নিয়োগ প্রদানের জন্য উপাচার্যকে ধন্যবাদ জানিয়ে সহকারী প্রভোস্ট রাবেয়া সুলতানা বলেন, ‘সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করব। হলের শৃঙ্খলা বজায় রাখতে আমি সব সময় চেষ্টা করব।’ সংবাদ বিজ্ঞপ্তি।

 

 

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close