reporterঅনলাইন ডেস্ক
  ২৪ মার্চ, ২০২০

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গল্প ছবির আয়োজন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাহিত্য সংগঠন ‘অনুস্বার’ এর উদ্যোগে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘গল্প ছবির আয়োজন।’ ৯ মার্চ সোমবার সকাল ১১টায় প্রশাসনিক ভবনের সামনে এই আয়োজন করা হয়। এ আয়োজন ‘আলোকচিত্রে বই’ ও ‘নয়/ছয় শব্দের গল্প’ এই দুইটি ভাগে বিভক্ত ছিল। ‘আলোকচিত্রে বই’ এ রয়েছে বইয়ের প্রচ্ছদের ছবির প্রদর্শন এবং ‘নয়/ছয় শব্দের গল্প’ অংশে ছিল যেকোনও একটি ধারণা যেটি নয় কিংবা ছয় শব্দের মধ্যে তুলে ধরা হয়েছে। অনুস্বারের নির্বাহী সদস্য আরাফাত রাফি আয়োজন সম্পর্কে বলেন, ‘আমাদের আজকের আয়োজনের মূল উদ্দ্যেশ্য মানুষ যেন বই পড়তে আগ্রহী হয়। বইয়ের প্রচ্ছদের সুন্দর ছবি দেখে অনেকে বই পড়তে আগ্রহী হতে পারে। আবার অনেকে দেখা যায় বড় বড় গল্প-উপন্যাস পড়তে চায় না, তখন অল্প শব্দের মধ্যে যদি কোনও ধারণা তুলে ধরা যায় তা পাঠক সহজেই পড়তে পারে।’ গল্প ছবির আয়োজনের প্রথম সেশন অনুষ্ঠিত হয় ২০১৮ সালের নভেম্বর মাসে। এছাড়াও সাহিত্য সংগঠন অনুস্বার প্রতিমাসে পাঠচক্রের আয়োজন করে যেখানে থাকে বই নিয়ে আড্ডা অথবা মুভি রিভিউ। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close