reporterঅনলাইন ডেস্ক
  ১৬ সেপ্টেম্বর, ২০১৯

বেরোবিতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ ক্লাব গঠন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) গঠন করা হলো বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ ক্লাব। স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গকন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকীকে বর্ণিল ও বর্ণাঢ্যভাবে উদযাপন এবং শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার জন্য এ ক্লাব গঠন করা হয়েছে।

উপাচার্য প্রফেসর ড. মেজর নাজমুল আহসান কলিমউল্লাহর সরাসরি তত্ত্বাবধানে এই ক্লাব গঠন করা হয়। দুই বছর মেয়াদি এই ক্লাবের সভাপতি পদে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম এবং ইতিহাস ও প্রতœতত্ত্ব বিভাগের শিক্ষক মো. সোহাগ আলী সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। ৩০ সদস্যবিশিষ্ট এই কমিটির অন্যান্য পদে আছেন সহসভাপতি ইংরেজি বিভাগের শিক্ষক ইমরানা বারী, যুগ্ম সাধারণ সম্পাদক রসায়ন বিভাগের শিক্ষক মোস্তফা কাইয়ুম শারাফাত, সাংগঠনিক সম্পাদক ইতিহাস ও প্রতœতত্ত্ব বিভাগের শিক্ষক মো. ইউসুফ, অর্থ সম্পাদক অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষক ফাহিমুল কাদের সিদ্দিকী ও দফতর সম্পাদক সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক এ বি এম নুরুল্লাহ্। ক্লাবটির প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ মুজাহিদুল ইসলাম বলেন, নতুন প্রজন্মের মাঝে বঙ্গবন্ধুর জীবন-আদর্শ এবং মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার জন্য কাজ করবে ক্লাবটি। নিয়মিতভাবে বিভিন্ন সভা, সেমিনার, পাঠচক্র, রচনা, কুইজ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, স্থিরচিত্র ও চলচ্চিত্র প্রদর্শনী আয়োজন করার পরিকল্পনা রয়েছে ক্লাব সদস্যদের। বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ও ক্লাবটির উপদেষ্টা প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, ‘শতবর্ষে বঙ্গবন্ধু’ এই থিমটিকে কেন্দ্র করে দেশব্যাপী যে ধারাবাহিক কর্মযজ্ঞ চলছে এ ক্লাবটির প্রতিষ্ঠা সে ধারাবাহিকতারই একটি অংশ। তিনি ক্লাবটির সর্বাঙ্গীন সফলতা কামনা করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close