ইবি প্রতিনিধি

  ১২ সেপ্টেম্বর, ২০১৯

ইউজিসির অভিন্ন নীতিমালা বাতিলের দাবিতে ইবি শিক্ষকদের মানববন্ধন

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক প্রণীত বিশ্ববিদ্যালয়সমূহে শিক্ষক নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে অভিন্ন নীতিমালা বাতিল চেয়ে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষকরা। ৪ সেপ্টেম্বর বুধবার দুপুর ১২টার দিকে বিশ^বিদ্যালয়ের প্রধান ফটকের পাশে অবস্থিত ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের পাদদেশে এ মানববন্ধন করেন তারা। মানববন্ধনে বক্তারা বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে কখনো অভিন্ন নীতিমালার আওতায় আনা যেতে পারে না। এটি বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন ধারণার পরিপন্থি। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার মান বিঘিœত হবে। এ সময় তারা অনতিবিলম্বে এ নীতিমালা বাতিলের দাবি জানান। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক পর্যায়ের বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close