reporterঅনলাইন ডেস্ক
  ০৪ আগস্ট, ২০১৯

শাবিপ্রবিতে ৯০ গার্বেজ বিন উদ্বোধন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসকে পরিষ্কার রাখতে ৯০টি গার্বেজ বিন উদ্বোধন করা হয়েছে। ২১ জুলাই বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ গার্বেজ বিন উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। ক্যাম্পাস পরিষ্কার রাখার কাজে নিয়োজিত ‘ক্লিন সাস্ট মুভমেন্ট’ নামে শিক্ষক-শিক্ষার্থীদের একটি স্বেচ্ছাসেবী গ্রুপ এ উদ্যোগ নিয়েছে, গ্রুপটি এর আগেও ২৭টি গার্বেজ বিন ক্যাম্পাসে স্থাপন করেছিল। এই স্বেচ্ছাসেবী গ্রুপের নেতৃত্ব রয়েছেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক পরিচালক ও ইংরেজি বিভাগের অধ্যাপক আলমগীর তৈমুর। উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের এই মহৎ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। ক্যাম্পাসকে পরিষ্কার রাখতে তাদের এই উদ্যোগ। বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় এমন মহৎ কাজে সহযোগিতা করবে। সামনে প্রয়োজন অনুসারে আমরা আরো গার্বেজ বিন নিয়ে আসব।

অধ্যাপক আলমগীর তৈমুর বলেন, আমরা ক্যাম্পাসকে ভালোবাসি। ক্যাম্পাসকে পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের নিজেদের। তাই অল্প কয়েকজন শিক্ষার্থী নিয়ে আমরা এমন কাজ শুরু করেছি। তবে বর্তমানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরাসরি আমাদের কাজে সহযোগিতা করছেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আনোয়ার হোসেন, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মিজানুর রহমান, বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ব্যাচের শিক্ষার্থী সিলেট বিভাগীয় কাস্টমসের কর্মকর্তা আহমেদুর রেজা চৌধুরী, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার রাজন দাস। সংবাদ বিজ্ঞপ্তি

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close