reporterঅনলাইন ডেস্ক
  ০৫ মে, ২০১৯

ত্রয়োদশ বিসিএস ফোরামের পুনর্মিলনীতে মুখর লালমাটিয়া কলেজ

রাজধানীতে অনুষ্ঠিত হলো ত্রয়োদশ বিসিএস ফোরামের বার্ষিক সাধারণ সভা, রজতজয়ন্তী ও পুনর্মিলনী-২০১৯। ২৬ এপ্রিল শুক্রবার সকালে লালমাটিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। সকাল ৯টায় বেলুন উড়িয়ে ও শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। আওয়ামী লীগের এই নেতা বলেন, লালমাটিয়া কলেজ তার প্রাণের চেয়েও প্রিয় প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানকে এই অনুষ্ঠানের ভেন্যু হিসেবে নির্বাচন করায় ত্রয়োদশ বিসিএস ফোরামের সদস্যদের ধন্যবাদ জানান তিনি। নিজের বক্তব্যে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকা-ের বিবরণ তুলে সেসবে বিসিএস কর্মকর্তাদের ভূমিকার কথা উল্লেখ করেন। জাহাঙ্গীর কবির নানক বলেন, এই সরকার তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সাফল্যের পেছনে ত্রয়োদশ বিসিএসের কর্মকর্তাদের উল্লেখযোগ্য অবদান রয়েছে। উদ্বোধনের পর লালমাটিয়া কলেজ অডিটোরিয়ামে শুরু হয় বার্ষিক সাধারণ সভা। এতে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি মো. মনছুরুল আলম। এ সময় ত্রয়োদশ বিসিএস ফোরামের সাধারণ সম্পাদক মো. ওসমান ভূঁইয়া ও পুনর্মিলনী আয়োজন কমিটির আহ্বায়ক মো. রফিকুল ইসলামসহ অন্যরা স্মৃতিচারণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close