reporterঅনলাইন ডেস্ক
  ০৩ ফেব্রুয়ারি, ২০১৯

ঢাবি আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় আরবি বিভাগ চ্যাম্পিয়ন

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কলা অনুষদ আয়োজিত ১ম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় আরবি বিভাগ চ্যাম্পিয়ন হয়েছে এবং রানার্স-আপ হয়েছে শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ। শ্রেষ্ঠ বক্তার পুরস্কার পেয়েছেন আরবি বিভাগের মাস্টার্স শ্রেণির ১ম সেমিস্টারের শিক্ষার্থী জিয়াউর রহমান। ২০ জানুয়ারি রোববার বিশ্ববিদ্যালয়ের নাটমন্ডলে প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের প্রথম পর্বে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ বলেন, ‘বিতর্ক একটি আর্ট, সেটি সবাই পারে না। যখন কথায় জোড় থাকে, যুক্তি থাকে তখন শক্তি প্রয়োগ করতে হয় না।’ ভবিষ্যতে এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের আরো অধিকসংখ্যক বিভাগ অংশ নেবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় নৃত্যকলা বিভাগের চেয়ারপারসন অধ্যাপক রেজওয়ানা চৌধুরী এবং ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (ডিইউডিএস) সভাপতি রাকিব সিরাজি। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অধ্যাপক রেজওয়ানা চৌধুরীর নির্দেশনায় এবং নৃত্যকলা বিভাগের পরিবেশনায় আয়োজন করা হয় নৃত্যনাট্য ‘মহুয়ার পালা’। উল্লেখ্য, দুই দিনব্যাপী এ বিতর্ক প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০টি বিভাগ অংশ নিয়েছিল। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close