reporterঅনলাইন ডেস্ক
  ৩১ অক্টোবর, ২০১৮

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সিএসই বিভাগের ওয়ার্কশপ

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘কম্পিটিটিভ প্রোগ্রামিং, রোবোটিকস অ্যান্ড আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। ১৭ অক্টোবর বুধবার সকাল ১০ টায় আশুলিয়ায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের সেমিনার রুমে দিনব্যাপী এ ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টের সদস্য ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. এম. উমার আলী।

সিএসই বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক আশরাফুল ইসলামের উদ্বোধনী বক্তৃতার মধ্য দিয়ে শুরু হওয়া ওয়ার্কশপে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন প্রফেরস ড. এম. কোরবান আলী।

ওয়ার্কশপে সংশ্লিষ্ট বিষয়ে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নাজমুল আহসান, মো. রাফসান হাসান ও মো. মেহেদি হাসান। এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সাজ্জাদ হোসেইন, সোয়েব আবদুল্লাহ, আলি হোসেন প্রমুখ। ওয়ার্কশপ শেষে ফল সেমিস্টার ২০১৮-এ ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীদের নিয়ে ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়। সংবাদ বিজ্ঞপ্তি

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close