reporterঅনলাইন ডেস্ক
  ০২ সেপ্টেম্বর, ২০১৮

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ১৪ আগস্ট মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এন এম মেশকাত উদ্দীনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য এম. কামাল উদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের, রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) কাজী ফকরুদ্দীন আহমেদ। প্রধান অতিথি বলেন, যে কুচক্রীমহল ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করেছিল, আমাদের ইতিহাসে তারা শুধু কলঙ্কই লেপে দেয়নি বরং সূর্যশিখাকে নেভাতে চেয়েছিল। তাদের সেই চক্রান্ত সফল হয়নি। এম. কামাল উদ্দিন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে এই বাংলাদেশেরই সৃষ্টি হতো না। বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা, বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীরা। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close