reporterঅনলাইন ডেস্ক
  ০৪ জুন, ২০১৮

চবি ভিসির সঙ্গে জাপানি প্রতিনিধিদলের সাক্ষাৎ

জাপান-বাংলাদেশ বুড্ডিস্ট ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের সভাপতি এশিয়ান রিসোর্স ফাউন্ডেশনের কনসালট্যান্ট মি. প্রসূন বড়–য়ার নেতৃত্বে তিন সদস্যের একটি জাপানি প্রতিনিধিদল গত বুধবার সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভিসি ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর সঙ্গে তার অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করে। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন জাপান বাংলাদেশ-ফ্রেন্ডশিপ জোবরা উমেশ সেকেন্ডারি স্কুলের প্রেসিডেন্ট মি. ওগুচি তাদাও ও তার সহধর্মিণী ওগুচি তোশিকো এবং জাপানের প্রিন্সিপাল অব কোয়াসান কিন্ডারগার্টেনের ডিরেক্টর কিবুন সাসাকি। এ সময় চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহমদ ও চবি নাট্যকলা বিভাগের শিক্ষক অরূপ বড়–য়া উপস্থিত ছিলেন। ভিসি অতিথিদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সবুজ ক্যাম্পাসে স্বাগত ও আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি এ সময় বিশ্ববিদ্যালয়ের অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট, গবেষণা কেন্দ্রের একটি সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন এবং উচ্চশিক্ষা, গবেষণাসহ সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া চর্চার অনুপম পরিবেশ সম্পর্কে আলোকপাত করেন। ভিসি বলেন, বিশ্বের কাছে বাংলাদেশ এখন ধর্মীয় সম্প্রীতি ও মানবতাচর্চার এক অনন্য তীর্থ স্থান। এখানে সব ধর্ম-বর্ণের মানুষ স্ব-স্ব ধর্মীয় আচার-আচরণ অত্যন্ত নির্বিঘ্নে পালন করে আসছে। ভিসি এ ধর্মীয় সম্প্রীতিকে বিশ্বের অন্যান্য দেশের জন্য একটি মডেল হিসেবে উল্লেখ করেন। অতিথিরা প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত এ বিশ্ববিদ্যালয়ের পঠন-পাঠনের মনোরম পরিবেশ এবং উচ্চশিক্ষা ও গবেষণার বিভিন্ন দিক জেনে বিশেষ আগ্রহ প্রকাশ করেন। পরে অতিথিরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগসহ মনোরম ক্যাম্পাস পরিদর্শন করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist