reporterঅনলাইন ডেস্ক
  ১৩ ফেব্রুয়ারি, ২০১৮

ঢাবিতে অধ্যাপক এইচ কে এস আরেফিন স্মারক বক্তৃতা

বিশিষ্ট নৃবিজ্ঞানী অধ্যাপক ড. হেলাল উদ্দিন খান শামসুল আরেফিন (অধ্যাপক এইচ কে এস আরেফিন) স্মারক বক্তৃতা ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) মুজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম বিশেষ অতিথি ছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জহির আহমেদ স্মারক বক্তৃতা দেন। অধ্যাপক এইচ কে এস আরেফিন স্মারক বক্তৃতা আয়োজক কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগের প্রয়াত অধ্যাপক ড. এইচ কে এস আরেফিনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি অত্যন্ত সত্যনিষ্ঠ মানুষ ছিলেন। শিক্ষার্থীবান্ধব, সৎ ও আদর্শ শিক্ষক ছিলেন তিনি। দেশের শিক্ষা ও গবেষণার উন্নয়নে তিনি আজীবন কাজ করে গেছেন। তার আদর্শ অনুসরণ করে ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। উল্লেখ্য, অধ্যাপক এইচ কে এস আরেফিন ২০১৬ সালের ২৪ ডিসেম্বর ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৬৮ বছর। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist