ক্যাম্পাস ডেস্ক

  ২৩ জানুয়ারি, ২০১৮

নোবিপ্রবিতে অষ্টম জাতীয় কেমিস্ট্রি অলিম্পিয়াড

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৯ জানুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হলো অষ্টম জাতীয় কেমিস্ট্রি অলিম্পিয়াড ২০১৮। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক নেওয়াজ মোহাম্মদ বাহাদুর। এ ছাড়া উপস্থিত ছিলেন ওই বিভাগের সহকারী অধ্যাপক মো. সাইফুল আলম এবং মো. আজিজুল হকসহ নোয়াখালীর বিভিন্ন কলেজের শিক্ষকরা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামানের সার্বিক সহযোগিতায় কেমিস্ট্রি অলিম্পিয়াডের সব কার্যক্রম সম্পন্ন হয়।

অনুষ্ঠানের শুরুতে প্রথমে হাজি মো. ইদ্রিস অডিটোরিয়ামে সব শিক্ষার্থীকে সমবেত করা হয়, সেখানে তাদের পরীক্ষার নিয়মাবলি এবং আসন বিন্যাস সম্পর্কে আলোচনা করা হয়। এরপর সকাল ১০টায় সমগ্র বাংলাদেশে একযোগে পরীক্ষা শুরু হয় এবং ১ ঘণ্টার এই পরীক্ষা সকাল ১১টায় শেষ হয়। ৬০ নম্বরের এই বহুনির্বাচনী পরীক্ষায় একাদশ-দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত নোয়াখালীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরীক্ষার পর ফের শিক্ষার্থীদের ইদ্রিস অডিটোরিয়ামে সমবেত করা হয়, সেখানে তাদের আপ্যায়নের ব্যবস্থা করা হয়। এরপর খুব অল্প সময়ের মধ্যেই ফলাফল প্রকাশ করা হয় এবং মেধাতালিকার প্রথম ২০ জনকে সনদ দেওয়া হয়। এ সময় প্রধান অতিথি মেধাতালিকায় স্থানকারীদের অভিনন্দন জানান এবং যারা মেধাতালিকায় স্থান করতে পারেননি তাদের হতাশ না হয়ে রসায়নকে ভালোবেসে অধ্যায়ন করতে উপদেশ দেন। এরপর বিশ্ববিদ্যালয়ের ফাউন্টেনপেনের (শহীদ মিনার) পাদদেশে ফটোসেশনের মাধ্যমে ওই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। উল্লেখ্য, প্রতিযোগিতায় প্রথম ২০ জন সনদপ্রাপ্ত পরে চূড়ান্ত পর্বের জন্য ঢাকায় যাওয়ার সুযোগ পাবেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist