আন্তর্জাতিক ডেস্ক

  ১৮ অক্টোবর, ২০১৭

হিলারিকে ফের নির্বাচন করতে পরামর্শ দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্টলেডি ও ডেমোক্রেটিক দলের পরাজিত প্রার্থী হিলারি ক্লিনটনকে ২০২০ সালে ফের দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার পরামর্শ দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরবর্তী নির্বাচনে হিলারিকে নিজের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করারও উৎসাহিত করেন ট্রাম্প।

স্থানীয় সময় গত সোমবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এ পরামর্শ দেন বলে টেলিগ্রাফের খবরে বলা হয়।

ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি আশা করি হিলারি আগামী নির্বাচন করবেন। হিলারি, দয়া করে আবার দৌড়ান, এগিয়ে যান।

সততা, এটাই চিন্তার বিষয়, যে কারণে হিলারি নির্বাচনে পরাজিত হয়েছেন বলেও মন্তব্য করেন ট্রাম্প।

রিপাবলিকান এই নেতা বিবৃতিতে আরো জানান, সাম্প্রতিককালে পেশাদার ক্রীড়াবিদরা জাতীয় সংগীত চলার সময় হাঁটু গেড়ে প্রতিবাদ জানানোর বিষয়ে তিনি ক্ষুব্ধ হয়েছেন। এমন কাজ জাতিগত অন্যায়, অথচ হিলারি সেই ক্রীড়াবিদদের সমর্থন করেছেন, ২০১৬ সালে নির্বাচনে হিলারির হেরে যাওয়া সেটারই উদাহরণ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist