প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৭ ফেব্রুয়ারি, ২০২৪

ব্রিটিশ-মার্কিন নৌযানে হুথিদের হামলা

লোহিত সাগরে দুটি নৌযানে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরানসমর্থিত ইয়েমেনের হুথি গোষ্ঠী। গতকাল মঙ্গলবার এই হামলা চালানো হয়েছে। নৌযান দুটি ব্রিটিশ ও মার্কিন মালিকানাধীন। এ হামলায় ব্রিটিশ মালিকানাধীন কার্গো জাহাজটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি ইয়েমেনের হুদাইদাহ উপকূলের দিকে যাচ্ছিল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। নভেম্বরের মাঝখান থেকে লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করে আসছে হুথিরা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় এবং ফিলিস্তিনিদের সমর্থনে এই হামলা চালাচ্ছে তারা। গোষ্ঠীটির দাবি, এসব জাহাজ ইসরায়েলসংশ্লিষ্ট বা পরিচালিত।

হুথিদের সামরিক মুখপাত্র বলেছেন, মঙ্গলবার মর্নিং টাইড এবং স্টার নাসিয়া নামে দুটি নৌযানের ওপর ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। সেগুলো বারবাডোজ ও মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী ছিল। পতাকাগুলো যথাক্রমে ব্রিটিশ এবং আমেরিকার প্রতিনিধিত্ব করে। ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি ফার্ম অ্যামব্রে জানিয়েছে, বারবাডোজের পতাকাবাহী কার্গোটি ব্রিটিশ মালিকানাধীন। নৌযানটি লোহিত সাগর দিয়ে দক্ষিণ-পূর্ব উপকূলের দিকে যাওয়ার সময় হুথিদের হামলার শিকার হয়। এতে নৌযানটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। অ্যামব্রে জানিয়েছে, এই হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। মর্নিং টাইড নৌযানটির মালিক ব্রিটিশ কোম্পানি ফুরাদিনো শিপিং। রয়টার্সকে কোম্পানিটি জানিয়েছে, কোনো প্রকার সমস্যা ছাড়াই নৌযানটি গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। এর বাইরে আর কোনো তথ্য জানায়নি তারা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close