প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৫ মার্চ, ২০২৩

আজকের এই দিনে

আজ ১৫ মার্চ। ইতিহাসের এই দিনে বিশ্বের দেশে দেশে ঘটেছিল অনেক ঘটনা। সেই সব ঘটনা মানব জীবন ও সমাজে ফেলেছিল অভাবনীয় পরিবর্তন। রাজনীতি, রাষ্ট্র শাসন, সাম্রাজ্য বিস্তার ও সমাজ পুনর্গঠনে ওই সব বিষয়ের রয়েছে যুগান্তকারী ভূমিকা। আসুন জেনে নেই সেই সব ঘটনা প্রসঙ্গে। তথ্য নেওয়া হয়েছে উইকিপিডিয়া থেকে।

১৪৯৩ সালের এই দিনে ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা অঞ্চলে প্রথম ভ্রমণ শেষে স্পেন ফেরত যান।

১৫৪৫ সালের এই দিনে ট্রেন্ট কাউন্সিলের প্রথম সভা অনুষ্ঠিত হয়।

১৫৬৪ সালের এই দিনে মুঘল সম্রাট আকবর জিজিয়া কর তুলে দেন। ১৮২০ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের ২৩তম অঙ্গরাজ্য হিসেবে মেইন অন্তর্ভুক্ত হয়।

১৮৪৮ সালের এই দিনে বুদাপেস্টে হাঙ্গেরীয় বিপ্লবের সূচনা।

১৮৭২ সালের এই দিনে ভারতীয় সাক্ষ্য আইন প্রবর্তন।

১৮৯২ সালের এই দিনে লিভারপুল ফুটবল ক্লাব প্রতিষ্ঠিত হয়।

১৯০৬ সালের এই দিনে রোলস-রয়েস লিমিটেড নিগমবদ্ধ হয়।

১৯১৭ সালের এই দিনে রাশিয়ার জার ক্ষমতা ত্যাগ করেন।

১৯৩৭ সালের এই দিনে শিকাগোতে পৃথিবীর প্রথম ব্লাডব্যাংক চালু।

১৯৪৮ সালের এই দিনে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সঙ্গে ৮ দফা চুক্তিতে স্বাক্ষর করেন।

১৯৫০ সালের এই দিনে ভারতে পরিকল্পনা কমিশন গঠিত হয়।

১৯৬১ সালের এই দিনে কমনওয়েলথ অফ নেশনস নামের আন্তর্জাতিক সংস্থা থেকে বের হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close