শেরপুর (বগুড়া) প্রতিনিধি

  ২৪ জানুয়ারি, ২০২৩

বগুড়ায় বিরোধ নিরসনে সম্প্রীতি সমাবেশ

বগুড়া শেরপুরে ভবানীপুর ইউনিয়নের আম্বইল-গোরতা গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের সঙ্গে মুসলিম অধিবাসীদের চলমান বিরোধ নিরসনে সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শেরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শহরের উলিপুরস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বগুড়া জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (ডিডিএলজি) মাসুম আলী বেগের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি, শেরপুর উপজেলা চেয়ারম্যান মজিবর রহমান মজনু। উপজেলা শিক্ষা পরিদর্শক ছায়েদুর রহমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আবদুর রশিদ মিঞা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা, আদিবাসী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি রেবেকা সরেন, সাধারণ সম্পাদক শ্রীকান্ত মাহাতো, আদিবাসী জেলা কমিটির সভাপতি সন্তোষ কুমার পাল, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি ডা. এনসি বাড়ই, বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, হিন্দু-বৌদ্ধ-খিস্ট্রান ঐক্য পরিষদের শেরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক পরিমল দত্ত, এনএসআইয়ের পরিচালক মাজহারুল মান্নান, সাংবাদিক হাসিবুর রহমান বিলু, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের পক্ষে আদিবাসী পরিষদ বগুড়া জেলা কমিটির সভাপতি সন্তোষ সিং ও স্থানীয় অধিবাসীদের পক্ষে ওবায়দুর রহমান প্রমুখ।

এ সময় শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম ফারুক, শেরপুর থানার ওসি আতাউর রহমান খোন্দকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ জামাল সিরাজী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাইফুল বারী ডাবলু, মুক্তিযোদ্ধা আবদুর রউফ খান, হরিশংকর সাহা, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পিয়ার হোসেন পিয়ার, শাহ আলম পান্না, জাকির হোসেন, জাহিদুল ইসলামসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের বিভিন্ন সংগঠনের নেতা, গণমাধ্যমকর্মী, আইনজীবী উপস্থিত ছিলেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও শেরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মজিবর রহমান মজনু বলেন, এখানে যে ঘটনা ঘটেছে তা দুঃখজনক। এটা নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার সুযোগ নেই। আমরা সবার সঙ্গে আলোচনা করে এর একটা সুষ্ঠু সমাধান করতে চাই। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।

অতিরিক্ত জেলা প্রশাসক (ডিডিএলজি) মাসুম আলী বেগ বলেন, ‘আমরা এখানে জমি নিয়ে বিরোধ নিষ্পত্তি করার ক্ষমতা রাখি না। এটা আদালতের দায়িত্ব। কিন্তু এটা নিয়ে কোনো সংঘাত সৃষ্টি করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানো যাবে না।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close