শাহ আলম, সাভার (ঢাকা)

  ২৫ নভেম্বর, ২০২২

তাজরীন গার্মেন্টে নিহত শ্রমিকদের স্মরণ

ঢাকার সাভারের আশুলিয়ায় ভয়াবহ আগুনে পুড়ে যাওয়া তাজরীন গার্মেন্ট ট্র্যাজেডির ১০ বছর পূর্ণ হয়েছে বৃহস্পতিবার (২৪ নভেম্বর)। এ উপলক্ষে এদিন সকালে উপজেলার ইয়ারপুর ইউনিয়নের নিশ্চিতপুর এলাকায় তাজরীন গার্মেন্ট কারখানার সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শ্রমিকরা।

শ্রমিকরা জানান, ২০১২ সালের ২৪ নভেম্বর তাজরীন গার্মেন্ট কারখানায় ভয়াবহ আগুন লাগে। আগুনে ১১১ জন নারী ও পুরুষ শ্রমিক মারা যান। আহত হন অনেক শ্রমিক। আহত শ্রমিকদের অনেকে পঙ্গু হয়ে মানবতের জীবন যাপন করছেন। দশ বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার সকালে তাজরীন গার্মেন্টের সামনে বিভিন্ন শ্রমিক সংগঠন ও নিহত আহত শ্রমিকদের পরিবারের সদস্যরা অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে তারা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন থেকে শ্রমিকরা ক্ষতিপূরণ ও তাজরীন গার্মেন্টের মালিক দেলোয়ারের ফাঁসির দাবি জানান সরকারের কাছে। এ সময় অনেকেই কান্নায় ভেঙে পড়েন।

এদিকে নিহত শ্রমিকদের সবার ছবি তাজরীনের মূল ফটকে টাঙানো হয়েছে শ্রমিক সংগঠনের পক্ষ থেকে। পুড়ে যাওয়া তাজরীন গার্মেন্টের বহুতল ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় এখনো রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে তারজীন গার্মেন্টের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close